রেশন কার্ড নিয়ে নয়া নির্দেশিকা সরকারের
শ্বেতা মিত্র, কলকাতাঃ রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর। এবার কোটি কোটি মানুষকে স্বস্তি দিল রাজ্য সরকার। বাড়িয়ে দেওয়া হল ডেডলাইন। খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা তিন মাস বাড়িয়েছে। এখন রেশন কার্ডধারীরা ৩০ জুন, ২০২৫ পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আগে আধার সংযুক্তির শেষ তারিখ ছিল ৩১ মার্চ।
প্রকৃতপক্ষে, ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, কেন্দ্রীয় সরকার ৩১শে মার্চ, ২০২৫ পর্যন্ত লক্ষ্যযুক্ত গণবিতরণ ব্যবস্থার রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করেছিল, কিন্তু এখন বিহার সরকারের খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আধার সিডিংয়ের সময়কাল ৩ মাস বাড়ানোর কথা জানিয়েছে।
খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ এই বিষয়ে তথ্য জারি করেছে এবং সমস্ত রেশন কার্ডধারীদের ৩০ জুন, ২০২৫ সালের মধ্যে তাদের রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করার জন্য অনুরোধ করেছে। এর জন্য, প্রতিটি সদস্য যেকোনো টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বিক্রেতার দোকানে রক্ষণাবেক্ষণ করা EPOS মেশিনের মাধ্যমে বিনামূল্যে আধার সিডিং (eKYC) করতে পারবেন।
যদি ৩০ জুনের মধ্যে রেশন কার্ডে উল্লেখিত কোনও সদস্যের আধার সংযুক্তিকরণ করা না হয়, তাহলে ১ জুলাই, ২০২৫ থেকে রেশন কার্ড থেকে এই জাতীয় সমস্ত সদস্যের নাম মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং এই জাতীয় সদস্যদের বিরুদ্ধে খাদ্যশস্যের সুবিধা সুবিধাভোগী পরিবারকে দেওয়া হবে না। অর্থাৎ আপনার হাতে এখনও অবধি ২ মাস সময় আছে। এর মধ্যে কেওয়াইসি করিয়ে নিন, নইলে খাদ্যশস্য পাওয়ার হাত থেকে বঞ্চিত হবেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.