লঞ্চের ১০ দিনের মধ্যেই ওলার ইলেকট্রিকের নতুন স্কুটারের দাম ১৫ হাজার টাকা বাড়ল
Ola Electric তাদের নতুন S1 Pro Gen 3 স্কুটারের দাম বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল। অবাক করার মতো বিষয় হল, লঞ্চের ১০ দিনের মধ্যেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই বৃহত্তম ব্যাটারি চালিত দু’চাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থা। Ola S1 Pro Gen 3 মডেলটি দুই ব্যাটারি অপশনে উপলব্ধ। প্রথমটি ৩ কিলোওয়াট আওয়ার ও অন্যটি ৪ কিলোওয়াট আওয়ার।
উপরের দুই ট্রিমের প্রাথমিক মূল্য ছিল যথাক্রমে ১.১৫ লক্ষ টাকা এবং ১.৩৫ লক্ষ টাকা। ১৫,০০০ টাকা দাম বাড়ার পর, এখন বেস মডেলটি কিনতে খরচ হবে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং ১০,০০০ টাকা দাম বাড়ার ফলে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Ola S1 Pro Gen 3 স্কুটারের ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার — দুই ব্যাটারি মডেলেই ১১ কিলোওয়াট মোটর বর্তমান। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার (৪) এবং ১৭৬ কিলোমিটার (৩)। ২.৭ সেকেন্ডে প্রতি ঘন্টায় ০-৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এটি।
এই ইলেকট্রিক স্কুচারে সিঙ্গেল চ্যানেল এবিএস ও চারটি রাইডিং মোড রয়েছে। ৩ বছর/৪০ হাজার কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকছে। আবার ১৪,৯৯৯ টাকা অতিরিক্ত খরচে ওয়ারেন্টি ৮ বছর অথবা ১,২৫,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। Ola S1 Pro পোর্সেলিন হোয়াইট, ইন্ডাস্ট্রিয়াল সিলভার, স্টেলার ব্লু, জেট ব্ল্যাক এবং মিডনাইট ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
This website uses cookies.