লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India
Vivo V সিরিজ চমৎকার ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য পরিচিত। এই লাইনআপের লেটেস্ট মডেল হিসাবে ভারতে আসছে Vivo V50e। ফোনটি এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি মূলত গত মাসে ভারতে লঞ্চ হওয়া V50 ফোনটির সস্তা ভার্সন হবে। বিভিন্ন সূত্র থেকে Vivo V50e-এর দামের রেঞ্জ সহ নানা তথ্য প্রকাশ হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্ট ডিভাইসটির ডিজাইন ফাঁস করেছে।
ফাঁস হওয়া ডিজাইন রেন্ডার অনুসারে, Vivo V50e অনেকটা Vivo S20-এর মতো দেখতে, যা গত বছর নভেম্বরে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে মার্বেলের মতো ফিনিশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। Vivo V50e এর ক্যামেরা সেন্সরের নীচে একটি রিং লাইটও রয়েছে। ডিজাইন ও রঙগুলি Vivo S20 থেকে নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ভিভো ভি৫০ই ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫K রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড অ্যামোলেড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকতে পারে। সর্বাধিক ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ৫,৬০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৫০ই ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা অফার করবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
এছাড়া, ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স রেটিং মিলবে। ফোনটির দাম ভারতে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকতে পারে। উল্লেখ্য, পূর্বসূরী ভি৪০ইএর বেস মডেল ২৮,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.