লটারির টিকিটে পাতা বিরাট ফাঁদ! বাংলায় ঘটে গেল ভয়ঙ্কর প্রতারণা
সৌভিক মুখার্জী, কলকাতাঃ লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখে। কিন্তু সেই স্বপ্ন কখনো যে প্রতারণার ফাঁদ (Lottery Ticket Scam) হয়ে উঠতে পারে, তা যেন ভাবতেই পারেননি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সাধারণ মানুষ। একটি ভয়ংকর জালিয়াতি চক্র বিগত কয়েক মাস ধরে জাল লটারির টিকেট বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণা করছিল। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সেই প্রতারণায় যুক্ত ৫ জন অভিযুক্ত।
সূত্র বলছে, একটি জনপ্রিয় লটারি সংস্থার নামে হুবহু নকল টিকিট ছাপিয়ে বিক্রি করা হচ্ছিল। মানুষ বিশ্বাস করত যে, তারা রাজ্য সরকার অনুমোদিত লটারির টিকিট কাটছে। কিন্তু যখন বিজয়ী নাম্বার ঘোষণা করা হতো, তখন প্রতারণার আসল সত্যি বেরিয়ে আসতো। আসলে প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পুরস্কারের লোভ দেখানো হতো, যেখানে রাজ্য সরকারের টিকিটে প্রথম পুরষ্কার কোটি টাকা। এমনকি জাল টিকিট কিনে বিজয়ী হলে সাধারণ নিয়ম অনুযায়ী ডিলারের কাছে পুরস্কারের কোনো অর্থ পাওয়া যেত না।
জালিয়াতি এখানেই শেষ নয়। যে বিক্রেতার কাছ থেকে টিকিট কেনা হতো সেখানেই পুরস্কারের টাকা দাবি করতে বলা হত। অন্য জায়গায় পুরস্কারের টাকা দেওয়া হবে না, এমনটাই দাবি করত তারা। এমনকি প্রতারকদের কমিশন থাকত অনেকটাই বেশি। তাই তারা আরো বেশি উৎসাহিত হয়ে এই কারবার চালিয়ে যাচ্ছিল। এভাবেই রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জসহ সহ আশেপাশের এলাকাগুলিতে ছড়িয়ে পড়েছিল এই ভয়ংকর জালিয়াতির ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িঘাট এলাকায় অভিযান চালিয়েছিল। সেখানে কয়েকজন দুষ্কৃতী নকল লটারির টিকিট বিক্রি করছিল। পুলিশ তাদের কার্যত হাতেনাতে ধরে ফেলে। অভিযুক্ত যুবকদের নাম হল মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ এবং সানিরুল শেখ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার বিভিন্ন গ্রামে। অভিযানের সময় তিন হাজারেরও বেশি জাল লটারির টিকিট এবং নগদ কয়েক হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এই ঘটনা নিয়ে জঙ্গিপুর জেলা পুলিশের সুপার আনন্দ রায় জানিছেন, “লটারির টিকিট কারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। প্রতিটি থানার এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই অসাধু চক্রকে নির্মূল করার সবরকম ব্যবস্থা আমরা গ্রহণ করছি।”
এখন দেখার বিষয় এই বড়সড় জালিয়াতি চক্রের পিছনে আর কারোর হাত রয়েছে কিনা এবং যদি থাকে, তা পুলিশ খুঁজে বের করতে পারে কিনা। তবে এখন থেকে সাবধান হন। যদি কেউ লটারির নামে অতিরিক্ত লোভ দেখিয়ে টিকিট বিক্রি করার চেষ্টা করে তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসনকে জানান। কারণ বিপুল অর্থ জেতার লাভে সর্বস্বান্ত হয়ে যাওয়ার আগে সতর্ক থাকা ভালো।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.