শিয়ালদা ডিভিশনে সমস্যা মিটবে পুরুষ যাত্রীদের, সুখবর শোনাল পূর্ব রেল
সহেলি মিত্র, কলকাতাঃ শিয়ালদা ডিভিশনের (Sealdah) ট্রেনগুলিতে বেড়েছে মহিলাদের জন্য কামরার সংখ্যা। আগে যেখানে ট্রেনের আগে ও শেষের দিকে একটি একটি কামরা মহিলাদের জন্য বরাদ্দ ছিল, এখন সেটি তিনটিতে এসে দাঁড়িয়েছে। এর ফলে মহিলারা আরও ভালোভাবে যাত্রা করতে পারছেন বলে দাবি রেলের। অন্যদিকে মহিলা কামরার সংখ্যা বেড়ে যাওয়ার জেরে জেনারেল কামরায় যাত্রীদের ভিড় উপচে পড়ছে, এই দাবি তুলে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন পুরুষ যাত্রীরা। তবে আর চিন্তা নেই, এবার সকলের কথা ভাবনাচিন্তা করা হচ্ছে বলে আশ্বাস দিল শিয়ালদা ডিভিশন।
ট্রেনে মহিলা কোচের বর্ধিত বরাদ্দের বিরুদ্ধে পুরুষ যাত্রীরা বিক্ষোভ করায় বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ অংশে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বৃহস্পতিবারের বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল বারুইপুর-ডায়মন্ড হারবার সেকশন, যেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে রেললাইন অবরোধ করে। উত্তর রাধানগর হল্টে সকাল ৬:২৬ থেকে ৯:১৬ পর্যন্ত এবং হোতারের কাছে একটি লেভেল ক্রসিংয়ে সকাল ৮:৪০ থেকে ৯:১৭ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ধামুয়ায় বিক্ষোভকারীরা ওভারহেড তারের উপর কলা পাতা ছোঁড়ে, অন্যদিকে মগরাহাটেও বিঘ্ন ঘটে। ট্রেন চলাচল ধীরে ধীরে পুনরায় শুরু হয় এবং সকাল ৯:৪২ নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সকলের বক্তব্য, জেনারেল কামরার সংখ্যাও বাড়াতে হবে। এভাবে ভিড়ে চিড়েচ্যাপটা হয়ে যাতায়াত করা যায় না রোজ।
যদিও এবার এই নিয়ে ব্যবস্থা নিতে চলেছে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম শিয়ালদা দীপক নিগম। তিনি জানিয়েছেন, সাধারণত শিয়ালদা ডিভিশনে ১২ বগির ট্রেন চলে। আগে কিছু ট্রেন ছিল যেগুলি ৯ বগির। তার মধ্যে দুটি ছিল লেডিজ ও বাকিগুলি ছিল জেনারেল। প্রাপ্ত রেকর্ডে জানা গিয়েছিল, ২৫ শতাংশের বেশি মহিলা যাত্রী থাকেন এই ট্রেনগুলিতে। এবার ১২ কোচের যে ট্রেন চলছে তাতে তিনটি লেডিস ও বাকিগুলি জেনারেল কামরা। আগে দুটো ছিল লেডিস আর বাকিগুলি ছিল জেনারেল কামরা। বর্তমানে যে ৯টা থেকে ১২টা হয়েছে যে ট্রেনগুলি সেগুলিতে জেনারেল কামরাও বাড়ছে।
জানা যাচ্ছে, পরিস্থিতি আদতে খতিয়ে দেখতে এবার মহিলা যাত্রীদের সংখ্যা গুনবে রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মূল্যায়ন করে দেখবে কত মহিলা যাত্রী আসলে যাতায়াত করেন, কোথাও এর মধ্য়ে ফাঁকা থাকছে কি না। তারপর পরিস্থিতির ওপর নির্ভর করে দুটি, তিনটি অথবা চারটি কামরাকে জেনারেল যাত্রীদের জন্য বদলানো যেতে পারে। এর ফলে যে পুরুষ যাত্রীরা উপকৃত হবেন সেটা বলাই বাহুল্য।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.