শোভন-বৈশাখীকে নিয়ে খবরের জের, Indiahood-এর কর্ণধারের বাড়িতে পুলিশ
শ্বেতা মিত্র, কলকাতা: শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দোপাধ্যায়কে (Sovan Baisakhi) নিয়ে খবরের জের, Indiahood.in -কে পুলিশের তরফে পাঠানো হল নোটিশ। শুধু তাই নয়, বৃহস্পতিবার সকালে একবার নয়,দু বার Indiahood.in -এর কর্ণধার কৃষ্ণচন্দ্র গরাই-এর বাড়িতে হানা দেয় পুলিশ।
গতকাল ২০ ফেব্রুয়ারি বারুইপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের তরফে কৃষ্ণচন্দ্রের বাড়িতে হাজির হয় পুলিশ। মূলত শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে একটি খবরের জেরে এদিন পুলিশ হানা দেয়। সেইসঙ্গে নোটিশ অবধি দেওয়া হয়েছে কৃষ্ণচন্দ্রকে।
ভারতীয় দণ্ড সংহিতার 79/352/356(2), 75 JJ Act, Sec 66, rw, Sec 43 IT ACT- এর আওতায় দায়ের হয়েছে মামলা। সেই সূত্রে নোটিশ সহ কৃষ্ণচন্দ্রের বাড়িতে দু’বার হানা দেয় পুলিশ।
আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২টোর মধ্যে তাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলা সংক্রান্ত সকল নথি নিয়ে আসতে বলা হয়েছে। জানা গিয়েছে, পুলিশের তরফে মামলা সংক্রান্ত পোস্টও ওয়েবসাইট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয় কর্ণধারকে।
আসলে গত ৯ ফেব্রুয়ারি ইন্ডিয়া হুডের তরফে শোভন-বৈশাখীকে নিয়ে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছিল। যেটির মূল বিষয় ছিল, শোভনকে কী নামে ডাকে বৈশাখীর মেয়ে? ওই প্রতিবেদনে শোভনকে বৈশাখীর ‘সহবাস সঙ্গী’ বলে সম্বোধন করা হয়েছিল। আর সেই নিয়েই ইন্ডিয়া হুডের বিরুদ্ধে বারুইপুর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জমা পড়ে। ‘সহবাস’ কথাটি কোথাও কুরুচিকর বলে উল্লেখ নেই। আমাদের প্রতিবেদনের মাধ্যমেও কাউকে ছোটো করার কোনও উদ্দেশ্য ছিল না। তবে এই শব্দ ব্যবহারের কারণে কারও যদি খারাপ লাগে তাহলে আমরা একান্ত ভাবে ক্ষমাপ্রার্থী।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.