সপ্তম বেতন কমিশন গঠনের আগেই বেতন বাড়ালো রাজ্য, এই কর্মীদের লক্ষ্মীলাভ
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসলো দারুণ এক সুখবর। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) জল্পনার মধ্যেই এবার রাজ্য সরকার ঘোষণা করলো বেতন বৃদ্ধির। এবার চুক্তিভিত্তিক কিছু কর্মীদের বেতন বাড়ানো হলো, যা কার্যকর হবে জানুয়ারি থেকে। আর এই সিদ্ধান্তের ফলে কর্মীদের অ্যাকাউন্টে মার্চ মাসের বেতনের সঙ্গেই বকেয়া তিন মাসের এরিয়ার পৌঁছে যাবে।
গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নানারকম জল্পনা চলছিল। যদিও মাননীয়া মুখ্যমন্ত্রী সম্প্রীতি ৪% ডিএ বৃদ্ধি করেছে। তবে কর্মীদের মধ্যে এখনো অসন্তুষ্টি ছিল। এই পরিস্থিতিতে সপ্তম পে কমিশনের ঘোষণার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
সাধারণত মূল্যবৃদ্ধির কারণে এই প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয়। আর সেই হিসেবে ২০২৬ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হওয়ার কথা। তবে এই নিয়ে এখনো সরকারিভাবে কোন রকম ঘোষণা করা হয়নি।
জানিয়ে রাখি, এই বেতন বৃদ্ধি হয়েছে চুক্তিভিত্তিক বাস চালকদের। সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় থাকলেও রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণা চুক্তিভিত্তিক পরিবহন কর্মীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস চালকদের বেতন ১৩,৫০০/- টাকা থেকে বাড়িয়ে ১৬,০০০/- টাকা করা হয়েছে।
এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গত জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এপ্রিল মাসের বেতনের সঙ্গে বিগত তিন মাসের এরিয়ারও দিয়ে দেওয়া হবে। এর ফলে অনেক সরকারি কর্মীর আর্থিক চাপ কিছুটা কমবে।
যদিও এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কোনরকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কর্মচারীদের একাংশ মনে করছে যে, ২০২৬ সালের মধ্যেই সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হতে পারে। বর্তমানে দেশের অন্যান্য রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও পশ্চিমবঙ্গে এই নিয়ে জল্পনা থেকে যাচ্ছে।
সরকারের এই নতুন বেতন বৃদ্ধির সিদ্ধান্তে পরিবহন কর্মীরা খুশি হলেও অন্যান্য খাতে কর্মরত কর্মীরা আশায় দিন গুনছে। আগামী দিন বেতন বৃদ্ধি নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে কিনা সেদিকেই তাদের নজর। বিশেষ করে সপ্তম বেতন কমিশনের বিষয়ে কোনো পরিষ্কার বার্তা আসলে প্রত্যেক সরকারি কর্মী উপকৃত হবে। এখন রাজ্য সরকার এই নিয়ে ভবিষ্যতে কি ঘোষণা করে সেটাই দেখার।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি…
This website uses cookies.