সবচেয়ে কম দামে 144Hz ডিসপ্লে ও এই স্ন্যাপড্রাগন প্রসেসর, আজ সেল শুরু iQOO Neo 10R ফোনের

মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল iQOO Neo 10R। আর আজ এটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টায় অ্যামাজন ও আইকো ই-স্টোর থেকে ডিভাইসটি কেনা যাবে। সেল উপলক্ষে এর সাথে ব্যাঙ্ক অফারের ঘোষণা করেছে সংস্থাটি। ফিচারের কথা বললে, iQOO Neo 10R স্মার্টফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

iQOO Neo 10R এর দাম ও সেল অফার

আইকো নিও ১০আর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এগুলি হল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা, ২৮,৯৯৯ টাকা এবং ৩০,৯৯৯ টাকা।

READ MORE:  Xiaomi Civi 5 Pro Feature: 50MP টেলিফটো ক্যামেরা ও 6000mAh ব্যাটারির সবথেকে স্লিম ফোন আনছে Xiaomi | Xiaomi Civi 5 Pro 50MP Telephoto Camera

সেল উপলক্ষে আজ ১৯ মার্চ এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোনের এক্সচেঞ্জ করলে ২,০০০ টাকা অতিরিক্ত বোনাস দেওয়া হবে। ডিভাইসটি ৬ মাসের নো কস্ট ইএমআই অফার সহ কেনার সুযোগ রয়েছে।

iQOO Neo 10R এর স্পেসিফিকেশন

আইকো নিও ১০আর এর সামনে দেখা যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ডিভাইসটির পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

READ MORE:  অপেক্ষা শেষ! iQOO Neo 10R বাজারে ঝড় তুলতে এই দিন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখুন

পারফরম্যান্সের জন্য iQOO Neo 10R হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা এই ডিভাইসে আইপি৬৫ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং উপস্থিত।

READ MORE:  iQOO Neo 10R Features: চোখের পলকে ফুল চার্জ হবে ফোন! বিরাট চমকের সঙ্গে দেশে আসছে iQOO Neo 10R | iQOO Neo 10R India Launch on March 11

Scroll to Top