সবচেয়ে সস্তায় রোজ ৩ জিবি ইন্টারনেট ডেটা দিচ্ছে Jio, Airtel, Vi ও BSNL

জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএলের মধ্যে এখন লড়াই জমে উঠেছে। প্রতিটি সংস্থাই গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। বর্তমান সময়ে ইন্টারনেটের চাহিদা বাড়ছে। এই কারণে Jio, Airtel, Vi ও BSNL প্রতিদিন ৩ জিবি ডেটা প্ল্যান অফার করে। এই প্রতিবেদনে আমরা সংস্থাগুলির সবচেয়ে সস্তা দৈনিক ৩ জিবি দৈনিক ডেটা অফারকারী প্রিপেইড প্ল্যানগুলির বিষয়ে বলবো।

জিও ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এটি জিও-র অন্যতম সস্তা দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যান। এর ভ্যালিডিটি ২৮ দিন। গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা (মোট ৮৪ জিবি) এবং রোজ ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড কল করতে পারবেন। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। আবার জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধাও অন্তর্ভুক্ত আছে।

READ MORE:  এক রিচার্জে ৮৪ দিন নিশ্চিন্ত, Jio ও Airtel এর সেরা ৮ রিচার্জ প্ল্যানে দারুন সুবিধা

এয়ারটেল ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। গ্রাহকরা পুরো ভ্যালিডিটি জুড়ে আনলিমিটেড কল, দৈনিক ৩ জিবি ডেটা (মোট ৮৪ জিবি) এবং প্রত্যহ ১০০ টি এসএমএস পাবেন। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এখানে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (২২+ ওটিটি) সাবস্ক্রিপশন, স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনের মতো সুবিধা রয়েছে।

READ MORE:  ৫০ দিন বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা, বাম্পার অফার আনল রিলায়েন্স জিও

ভোডাফোন আইডিয়া ৪৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে গ্রাহকরা আনলিমিটেড কল, দৈনিক ৩ জিবি ডেটা (মোট ৮৪ জিবি) এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। এই প্ল্যানে ভিএমটিভি (১৬টি ওটিটি) এর ২৮ দিনের সাবস্ক্রিপশন, অর্ধদিবস (রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) আনলিমিটেড ডেটা, ডেটা ডিলাইট এবং উইকএন্ড ডেটা রোলওভারের মতো সুবিধা অন্তর্ভুক্ত আছে।

READ MORE:  এবার প্ল্যানের দাম বাড়ানোর পথে BSNL? বন্ধ হচ্ছে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান

বিএসএনএল ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এখানে গ্রাহকরা পুরো ভ্যালিডিটি জুড়ে আনলিমিটেড কল, রোজ‌ ৩ জিবি ডেটা (মোট ৯০ জিবি) এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। দৈনিক ৩ জিবি ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে হবে ৪০ কেবিপিএস।

Scroll to Top