লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সবথেকে শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে Redmi Turbo 4 Pro, চার্জ দিতে ভুলে যাবেন!

Published on:

Redmi Turbo 4 চলতি বছরের শুরুতেই শক্তিশালী Dimensity 8400 Ultra চিপসেটের সাথে উন্মোচিত হয়েছে। আবার এটির উন্নত সংস্করণ হিসেবে Redmi Turbo 4 Pro আগামী মাসে (পড়ুন এপ্রিল) লঞ্চ হতে চলেছে। নতুন ফোনটিতে আরও পাওয়ারফুল প্রসেসর ব্যবহার হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সাথে বাহুবলী ব্যাটারি থাকবে। একটি সূত্র ফোনটির সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছে।

Redmi Turbo 4 Pro প্রসেসর ও ব্যাটারি ডিটেলস

অপ্রকাশিত স্মার্টফোনের নির্ভুল তথ্য ফাঁস করার জন্য পরিচিত চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, SM8635 ( Snapdragon 8s Elite ) চিপসেট সহ একটি নতুন স্মার্টফোন এপ্রিল মাসে লঞ্চ হবে। যদিও তিনি ডিভাইসটির নাম উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক প্রতিবেদন এবং তার পোস্টের মন্তব্য বিভাগের ভিত্তিতে এটা স্পষ্ট যে Redmi Turbo 4 Pro সম্পর্কেই বলতে চেয়েছেন তিনি।

READ MORE:  Redmi 13 5G Offer: ভ্যালেন্টাইনস ডে সেলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন বিরাট সস্তায়, সীমিত সময়ের অফার | Redmi 13 5G 108 Megapixel Camera

টিপস্টার জানিয়েছেন যে, এতে ১.৫K রেজোলিউশন সহ ৬.৮৩-ইঞ্চি ফ্ল্যাট এলটিপিএস ডিসপ্লে, চোখের সুরক্ষার জন্য আলট্রা-উচ্চ ফ্রিকোয়েন্সি ডিমিং এবং গোলাকার ধার সহ পাতলা বেজেল থাকবে। আগের একটি রিপোর্ট অনুযায়ী, এটি ওলেড স্ক্রিন হবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নিরাপত্তার জন্য রেডমি টার্বো ৪ প্রো-তে শর্ট ফোকাস ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

এছাড়াও, তিনি ইঙ্গিত দিয়েছেন, এই ফোনটি তার সেগমেন্টে বিক্রিত স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি অফার করবে ও সেরা বিল্ড কোয়ালিটি থাকবে। রেডমি টার্বো ৪ প্রো-তে বিশাল ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তুলনাস্বরূপ, স্ট্যান্ডার্ড রেডমি টার্বো ৪-এর ব্যাটারি ক্যাপাসিটি ৬,৫৫০ এমএএইচ। প্রো মডেলে ধাতব ফ্রেম এবং গ্লাস ব্যাক থাকবে বলে জল্পনা চলছে। ডিভাইসটিতে আইপি৬৮/৬৯ রেটেড ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতাও থাকতে পারে।

READ MORE:  Realme GT 6T 5G: একধাক্কায় ৪ হাজার টাকা দাম কমলো Realme GT 6T 5G ফোনের, সুপার ফাস্ট চার্জিং সহ আছে দুর্দান্ত ক্যামেরা | Realme GT 6T 5G Price Cut

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.