লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সরকার দিচ্ছে ফ্রি রেশন কার্ড! থাকলেই বিনামূল্যে মিলবে সব খাদ্য সামগ্রী

Published on:

যারা গ্রামের দিনমজুর, ক্ষুদ্র কৃষি কিংবা কোন অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য এবার বড়সড় সুখবর। রাজ্য সরকার এবার ফ্রি রেশন কার্ড (Free Ration Card) প্রকল্প নিয়ে আসলো। হ্যাঁ, এই কার্ড হাতে পেলেই মিলবে বিনামূল্যে চাল, গম সহ বিভিন্ন রেশনের পণ্য। আর যেগুলি অতীতে অমীমাংসিতভাবে খরচ হতো, তা এবার থাকবে শূন্য মূল্যে। 

কেন এই ফ্রি রেশন কার্ড চালু হল?

কেন্দ্র সরকার প্রতি মাসে NFSA-এর আওতায় অধিকাংশ নাগরিককে তেল, চিনি, ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকে। তবে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আর এ কারণেই গ্রামীন দরিদ্রদের আর্থিক বোঝা কমাতে রাজ্য সরকার একধাপ এগিয়েছে এবং চালু করা হচ্ছে ফ্রি রেশন কার্ড।

READ MORE:  IDFC Bank: এক ভুলেই বিপুল টাকা জরিমানা! RBI-র কড়া পদক্ষেপে সায়েস্তা IDFC First Bank | IDFC First Bank Limited Fined By RBI

কারা কারা পাবেন এই সুবিধা?

প্রথমত যারা দরিদ্র সীমার নীচে বসবাস করে, সেই সমস্ত গ্রামীণ পরিবার এই রেশন কার্ডের সুবিধা পাবে। এছাড়া NFSA-এর আগে থেকে অন্তর্ভুক্ত বিপিএল কার্ডধারীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। পাশাপাশি যারা কৃষি শ্রমিক, দিনমজুর বা ক্ষুদ্র স্বনির্ভর জীবিকা দিয়ে দিন চালায়, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে।

ফ্রি রেশন কার্ডের সুবিধা

প্রথমত ফ্রি রেশন কার্ডে প্রতি মাসে চাল, গম বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া অন্যান্য পণ্য যেমন ডাল, তেল, চিনি, সোয়াবিন ইত্যাদি থাকবে সরকারের দরে। এতে বাজার মূল্যের তুলনায় দুই-তিন গুণ টাকা সাশ্রয় হবে। এছাড়া এখানে দলিলপত্রের কোনরকম ঝামেলা নেই। কেবল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই হবে।

READ MORE:  বিনামূল্যে চিকিৎসায় বড় পরিবর্তন! স্বাস্থ্য সাথী নিয়ে সরকারের নয়া পদক্ষেপ

কীভাবে নাম লেখাবেন?

ফ্রি রেশন কার্ডের সুবিধা পেতে গেলে নিকটবর্তী কোন রেশন দোকানে অথবা জেলা খাদ্য অফিসে যেতে হবে। এর জন্য বিপিএল প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামের ঠিকানার প্রমাণপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে। সেখানে গিয়ে ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপর ৭ থেকে ১০ দিনের মধ্যে কার্ড দিয়ে দেওয়া হবে। 

READ MORE:  MPSC Recruitment 2025: কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ, পাবলিক সার্ভিস কমিশনে চলছে প্রচুর পদে নিয়োগ | Career News

তালিকায় নাম আছে কিনা কীভাবে চেক করবেন?

বিনামূল্য রেশন তালিকায় আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।-

  • প্রথমে NFSA-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর মেনু থেকে “Ration Card Holder List” সিলেক্ট করুন।
  • এরপর রাজ্য, জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি নির্বাচন করুন। 
  • এবার প্রদত্ত পিডিএফে নিজের বা পরিবারের সদস্যদের নাম খুঁজে বার করুন। 
  • যদি নাম না পান, তাহলে সংশোধনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন।
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.