লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সরকার দিচ্ছে ৫ লক্ষ টাকার বীমা! তবে আয়ুষ্মান ভারতে এই চিকিৎসা পাবেন না

Published on:

২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর গোটা দেশে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন্য আরোগ্য যোজনা (AB-PMJAY)। ইতিমধ্যেই দেশের ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চলছে।

সম্প্রতি দিল্লি সরকারের সঙ্গে বোঝাপড়ার পর রাজধানীতেও চালু করা হয়েছে এই জনকল্যাণমূলক প্রকল্প। তবে যারা এই বীমার উপর ভরসা করেছেন, তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। তা হল- এই প্রকল্পে সবরকম চিকিৎসা কভার করা যায় না।

কোন কোন রোগ কভার করা যায় না আয়ুষ্মান ভারত প্রকল্পে?

এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এই বীমায় বছরে একটি পরিবার ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পায়। এই সুবিধা দেওয়া হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পাশাপাশি ৭০ বছরের ঊর্ধ্ব নাগরিকদের। তবে এই বীমা কভারেজ মূলত সেকেন্ডারি এবং টারশিয়ারি হসপিটালাইজেশনের জন্যই দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন চিকিৎসা এই প্রকল্পে কভার হয় না।

READ MORE:  LIC Loss: তিন মাসে ৭০ হাজার কোটি ডুবল LIC-র, আপনার টাকা আছে, মাথায় হাত বিনিয়োগকারীদের | Life Insurance Corporation Of India Losses 70 Thousand Crore

OPD বা বাইরের চিকিৎসা

যেখানে নিয়মিত ডাক্তার দেখানো হয়, পরীক্ষা করানো হয় বা সাধারণ ওষুধপত্র দেওয়া হয়, সেখানকার চিকিৎসা এই বীমার আওতায় পড়ে না।

পরীক্ষা বা ডায়াগনস্টিকের জন্য ভর্তি হলে কভার হয়না

যদি কেউ হাসপাতালে ভর্তি হয় শুধুমাত্র পরীক্ষা করার জন্য, তবে তার কোন খরচ সরকার বহন করবে না। এমনকি ভিটামিন, টনিক বা সাপ্লিমেন্টের খরচও দেওয়া হয় না সরকারের তরফ থেকে, যদি না তা চিকিৎসার অংশ হিসেবে লেখা থাকে। 

ডেন্টাল চিকিৎসাও বাদ

সাধারণত দাঁতের চিকিৎসা, ফিলিং, রুট ক্যানাল, ইমপ্ল্যান্ট সব চিকিৎসাই এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তবে দাঁতের চিকিৎসার কভার হয়, যদি সেটি আঘাত, টিউমার বা সিস্ট থেকে হয়ে থাকে, আর হাসপাতালে চিকিৎসা করানো হয়।

READ MORE:  কৃষিবিজ্ঞান নিয়োগ বোর্ডে প্রচুর চাকরি, যেকোনো জেলা থেকে করুন আবেদন

বন্ধ্যত্ব চিকিৎসা কভার হয় না

IVF বা অন্যান্য অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির রোগ এই প্রকল্পে কভার হয় না। যদি তা স্পষ্টভাবে ন্যাশনাল হেলথ বেনিফিট প্যাকেজে উল্লেখ করা থাকে, তবে কভার হয়।

অপ্রয়োজনীয় ভ্যাকসিন বা টিকা

যে সমস্ত টিকাকরণ জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত নয়, সেগুলির সুবিধা এই আয়ুষ্মান ভারত প্রকল্পে পাওয়া যায় না।

কেন এই চিকিৎসাগুলি বাদ দেওয়া হয়েছে?

স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, আয়ুষ্মান ভারত প্রকল্প মূলত জরুরি এবং গুরুতর চিকিৎসা সামাল দেওয়ার জন্যই তৈরি করা। তাই রুটিন চেকআপ এবং ইচ্ছাকৃত চিকিৎসা এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত গরিব এবং বিপন্ন মানুষরা সরাসরি উপকৃত হয়। 

তাহলে কী কী চিকিৎসা কভার হয়?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যে রোগের সুবিধাগুলি পাওয়া যাচ্ছে তা হল-

  • হার্ট সার্জারি এবং ক্যান্সারের চিকিৎসা। 
  • নিউরো সার্জারি, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি। 
  • শিশু রোগের চিকিৎসা। 
  • জেনারেল সার্জারি, গাইনি, বার্নস, মানসিক রোগ, ইউরোলজি। 
  • চোখ, কান, গলা, দাঁতের হাড় সংক্রান্ত যেকোনো চিকিৎসা। 
  • ১২ ঘণ্টার মধ্যে জরুরি কোন ইমারজেন্সি প্যাকেজ। 
READ MORE:  Provident Fund: PF ক্লেইম থেকে ভেরিফিকেশন, ৩টি নিয়মে বড় পরিবর্তন আনল EPFO | Employees' Provident Fund Organisation 3 Big Changes

কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে প্রথমে ই-কার্ড ডাউনলোড করতে হবে। প্রথমে পোর্টালে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাচাই করতে হবে। এরপর নিজের রাজ্য নির্বাচন করে রেশন কার্ড বা পরিচয়পত্র দিলেই এই কার্ড ডাউনলোড হয়ে যাবে।

তবে মনে রাখবেন, আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড, বসবাসের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আয় এবং জাতিগত সংশাপত্র এই কার্ড বানানোর জন্য প্রয়োজন হয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.