সহযাত্রীকে জোর করে চুম্বন যুবকের! সঙ্গ দিলেন স্ত্রী, অতঃপর যা ঘটল
জনবহুল দেশ ভারতবর্ষে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলি রীতিমতো স্তম্ভিত করে দেয় মানুষকে। আসলে জনবহুল হওয়ার পাশাপাশি এই দেশ ঘটনা বহুলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ঘটনা ঘটেছে যা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।
কী সেই ঘটনা? স্ত্রীকে নিয়ে ট্রেন সফর করার মাঝেই এক যুবককে দেখে হঠাৎ পছন্দ হয়ে যাওয়ায় তাকে জড়িয়ে জাপ্টে চুমু খেয়ে ফেলেছেন এক ব্যক্তি। আর ব্যাস তাতেই হট্টগোল। এহেন কাজের জন্য ওই যুবককে উচিত শিক্ষা দিয়েছেন ওই তরুণ।
এই ঘটনা ঘটার পর ওই যুবকের স্ত্রী তরুণকে বিষয়টা মিটমাট করে নিতে বলেছিলেন। এমনকি ওই তরুণের সমর্থনে এগিয়ে আসেননি কোনও একজনও। আর তখনই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ওই যুবকের চেহারা সবার সামনে নিয়ে আসেন ওই তরুণ।
https://x.com/ShoneeKapoor/status/1896872167708745783
চেঁচিয়ে চেঁচিয়ে ওই তরুণকে বলতে শোনা যায়, এই ঘটনা যদি কোনও নারীর সঙ্গে ঘটত তাহলে এক্ষুনি সবাই জমায়েত হয়ে ওই যুবককে উচিত শিক্ষা দিতেন। কিন্তু তিনি পুরুষ বলে এই নিয়ে কেউ শব্দ করছেন না। এরপরই মারমুখী হয়ে ওঠেন ওই তরুণ।
ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দেন ওই যুবককে। অভিযুক্ত যুবককে প্রশ্ন করা হলে তিনি বলেন তার ইচ্ছা হয়েছিল বলে তিনি চুমু খেয়েছেন। স্ত্রীও তার স্বামীর সঙ্গই দেন। যদিও যখন ওই তরুণ ভীষণ রেগে যান, পুলিশ ডাকার কথা বলেন তখন ওই মহিলা বারবার ওই তরুণের কাছে ক্ষমা চাইতে থাকেন এবং নিজের স্বামীকে বাঁচানোর অনুরোধ করেন। এই ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.