সামনে 50MP ও পিছনে 108MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ হতে পারে Honor 400 Lite

অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলির মতো নতুন মডেল লঞ্চের মাধ্যমে তাদের পোর্টফোলিও বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে Honor। চাইনিজ সংস্থাটির পরবর্তী প্রোডাক্ট হল Honor 400 সিরিজ, যার মধ্যে Honor 400 চর্চায় রয়েছে। এটি সম্প্রতি গুগল প্লে কনসোলে হাজির হয়েছিল, যা ফোনটির ডিডাইন, র‍্যাম, এবং প্রসেসর প্রকাশ্যে এনেছে। উল্লেখ্য, পূর্বসূরী Honor 300 সিরিজে কোনও Lite মডেল ছিল না। তাই এটি গত বছরের এপ্রিলে লঞ্চ করা Honor 200 Lite-এর উত্তরসূরী হবে।

READ MORE:  iQOO Neo 10R Features: চোখের পলকে ফুল চার্জ হবে ফোন! বিরাট চমকের সঙ্গে দেশে আসছে iQOO Neo 10R | iQOO Neo 10R India Launch on March 11

Honor 400 Lite ফোনটি MediaTek Dimensity 7025 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা গিয়েছে। চিপটির CPU-র মধ্যে দুটি Cortex-A78 কোর (২.২ গিগাহার্টজ ক্লক স্পিড) এবং ছয়টি Cortex-A55 কোর (২ গিগাহার্টজ ক্লক স্পিড) রয়েছে। এই চিপসেট ইতিমধ্যেই Moto G55 ও Redmi Note 14-তে ব্যবহার হয়েছে। এটি পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেয়।

মিডিয়াটেকের ওই প্রসসর দৈনন্দিন কাজের পাশাপাশি হালকা গেমিংয়ের জন্য উপযুক্ত। গুগল প্লে কনসোলে ফোনটির ৮ জিবি র‍্যাম লিস্টেড রয়েছে। ১২ জিবি ভার্সনেও আসবে বলে আশা রাখা যায়, কারণ Honor 200 Lite উভয় অপশনেই উপলব্ধ। সফ্টওয়্যারের ক্ষেত্রে, 400 Lite অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে। প্লে কনসোল ফোনটির ফ্রন্ট ডিজাইন প্রকাশ করেছে।

READ MORE:  iPhone 17e Price: আগামী বছরের এই সময়ে লঞ্চ হবে iPhone 17e, এখন থেকে জমানো শুরু করুন টাকা

স্ক্রিনে পিল-আকৃতির কাটআউট থেকে শুরু করে বেজেল পর্যন্ত, সামগ্রিক ডিজাইন গত বছর লঞ্চ করা মডেলটির মতোই বলে মনে হচ্ছে।  Honor 400 Lite কেমন স্পেসিফিকেশন অফার করবে তা জানতে 200 Lite-এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যেতে পারে।

Honor 200 Lite স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ —১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। পিল-আকৃতির কাটআউটে একটি ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে তুলনামূলকভাবে ছোট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৩৫ ওয়াট তারযুক্ত চার্জিং সমর্থন করে।  আসন্ন মডেলের ব্যাটারি ক্ষমতা বাড়বে বলে আশা করা যায়।

READ MORE:  Honor 200 5G Price: 50MP ফ্রন্ট ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং যুক্ত ফোনে 16,000 টাকা ছাড়, কোথা থেকে কিনবেন দেখুন | Honor 200 5G Discount on Amazon India

Scroll to Top