সারাবছর ফ্রিতে মিলবে বিদ্যুৎ, বিরাট প্রকল্প নিয়ে হাজির সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন রাজ্য সহ গোটা দেশ জুড়ে বিদ্যুতের দাম যেন বেড়েই চলেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ খরচের পরিমাণ। আর তার জেরেই এবার সৌরশক্তির (PM Surya Ghar Muft Bijli Yojana) ওপর জোর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার জন্যই গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদি সরকার এক অত্যাধুনিক এবং প্রয়োজনীয় প্রকল্পের সূচনা করেছে। যার মাধ্যমে একদিকে গ্রাহক যেমন বিদ্যুৎখরচ কমাতে পারবে ঠিক তেমন বিদ্যুৎ বিক্রি করে লাভবান হবে। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন্দ্রীয় সরকারের অভিনব কর্মসূচি

গতবছর অর্থাৎ ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ প্রকল্প দেশবাসীর জন্য চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল গোটা দেশের মানুষের বিদ্যুৎ খরচ বাঁচানো এবং সৌর শক্তির ব্যবহার আরও বেশি করে বাড়ানো। এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে ইতিমধ্যেই ২০২৫ সালের মার্চের প্রথম সপ্তাহে এই প্রকল্প ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। জানা গিয়েছে বিনামূল্যে এই বিদ্যুৎ প্রকল্পে প্রায় ১৮ হাজার টাকা করে বাঁচবে গ্রাহকদের।

READ MORE:  Stock Market: অল্প সময়ের জন্য কিনে রাখুন এই দুই স্টক, হবে বিপুল আয়! পরামর্শ শেয়ার বাজার বিশেষজ্ঞের | Short Term Stock

কীভাবে আবেদন করবেন?

সূত্রের খবর, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রাজ্য, বিদ্যুৎ সংস্থা, গ্রাহক নম্বর ইত্যাদি দিয়ে ছাদে ‘সোলার প্যানেল’ বসানোর জন্য আবেদন করতে হবে। এই স্কিমে সোলার প্যানেলের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সস্তায় বাড়িতে বাড়িতে পাওয়া যাবে। গ্রাহকের অবদন গ্রহণ হলেই ৩০দিনের মধেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ভর্তুকির টাকা। বিদ্যুৎ এর পরিমাণের ওপর নির্ভর করে ভর্তুকি দেবে কেন্দ্র।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মিলবে ৭ শতাংশ সুদের হার

প্রকল্প সূত্রে জানা গিয়েছে, গ্রাহকের ১ কিলোওয়াটের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য ৭৮ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। এছাড়াও ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল লাগাতে খরচ পড়ে ৯০ হাজার টাকা, সর্বোচ্চ ক্ষমতার জন্য খরচ হবে ২ লক্ষ টাকা। এছাড়াও ৭ শতাংশ সুদের হারে সোলার প্যানেল লাগানোর জন্য ঋণও দেওয়া হবে। চাইলে প্যানেলে উৎপন্ন উৎপন্ন বিদ্যুৎ চাইলে বিক্রি করেও লাভবান হওয়া যাবে।

READ MORE:  প্রতিমাসে সঠিক টাইমেই হবে পিরিয়ড, এই ৫ খাবার করবে ম্যাজিকের মতো কাজ

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top