সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়ি থেকে ফ্যান, চেয়ার চুরি
সৌভিক মুখার্জী, কলকাতা: হাওড়ার বেলুড় এলাকায় এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) পোশাক পরে এক ব্যক্তি চুরি করেছেন। তাও তৃণমূল নেতার বাড়ি থেকে। হ্যাঁ ঠিক শুনেছেন। তৃণমূল নেতা তথা হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদের বাড়ি থেকে ফ্যান এবং চেয়ার চুরির ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে সোমবার সকালে বেলুড়ের ভোটবাগান এলাকায়। বাড়ির সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই চুরির দৃশ্য। দেখা যাচ্ছে এক ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে বাড়ির দোতলা থেকে স্ট্যান্ড ফ্যান নিয়ে নামছে। এরপর তিনি পার্টি অফিস থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার বের করছেন। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন রিয়াজ আহমেদের মা।
কিন্তু জানলে অবাক হবেন, সেই চোর খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “দাদা এগুলো নিতে বলেছেন।” আর এই কথা শুনে বাড়ির কেউ সন্দেহ করেনি। এখানে দাদা বলতে রিয়াজ আহমেদের কথা বুঝিয়েছে। এরপর ওই ব্যাক্তি স্থানীয় কয়েকজনকে ডেকে টোটোতে করে ফ্যান এবং চেয়ারগুলি নিয়ে ওখান থেকে চম্পট দেন।
যখন দুপুরবেলা রিয়াজ আহমেদ বাড়ি ফিরে এই ঘটনা শোনেন, তখন তার চক্ষু চড়কগাছ। এরপর সিসিটিভি ফুটেজ দেখেন এবং নিশ্চিত হন যে, তার বাড়ি থেকে চুরি হয়েছে। তৎক্ষণাৎ তিনি বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন।
এই চুরির পদ্ধতি দেখে পুলিশের মনেও সন্দেহ জেগেছে। আসলে এই ব্যক্তি কি সত্যিই একজন সিভিক ভলেন্টিয়ার, নাকি ছদ্মবেশে এসেছে? আগে থেকে কি চোর বাড়ির পরিস্থিতি জানতো? পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চোরের পরিচয় জানার চেষ্টা চলছে।
আর এই ঘটনাটি সাধারণ চুরির থেকে অনেকটাই আলাদা। কারণ চোর নিজের ছদ্মবেশে এবং বুদ্ধি খাটিয়ে সবাইকে কার্যত বিভ্রান্ত করেছেন। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়ি থেকে সরাসরি চুরি করা এক বিরলতম ঘটনা।
সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিমানবন্দরের নতুন বিধিনিষেধ (Airport New Rules) সম্পর্কে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ আপনিও কী ভ্রমণ করতে ভালোবাসেন? এই গরমে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে দেশের অন্যতম বিশ্বস্ত ফোর হুইলার…
অফারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২২ মার্চ। এদিন তার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত করল Jio।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পারিক শুল্ক আরোপ নীতিতে যথেষ্ট চাপে পড়েছে প্রতিবেশী…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নিরাপদ বিকল্প হিসেবে ফিক্সড ডিপোজিটের দিকে পা বাড়তে চাইছেন? তাহলে…
This website uses cookies.