এলপিজি গ্যাস ব্যবহারকারীদের জন্য এসেছে এবার নতুন সাবসিডির (LPG Subsidy) ঘোষণা, যেখানে নির্দিষ্ট শর্ত মানলেই মিলবে সিলিন্ডার পিছু ২৭৫ টাকা আর্থিক সাহায্য। তবে এই সুবিধা পেতে গেলে আপনার গ্যাস কানেকশন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার নম্বর লিঙ্ক করতে হবে। আর এই নতুন পদক্ষেপ রাজ্য সরকার এজন্যই নিয়েছে, যাতে শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের কাছে সাবসিডি পৌঁছে দেওয়া যায় এবং দুর্নীতি রোধ করা যায়।
কেন নতুন সাবসিডি দেওয়া হচ্ছে?
ভারতের কোটি কোটি মানুষ এলপিজি সাবসিডির উপর নির্ভরশীল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সাবসিডি কাঠামোতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই পাচ্ছেন এই সুবিধা। তবে রাজস্থান সরকারের এই নতুন ঘোষণার কিছু কারণ রয়েছে। যেমন-
- প্রকৃত দরিদ্র পরিবারগুলির হাতে এই এলপিজি গ্যাসের সাবসিডি তুলে দেওয়া হচ্ছে।
- গ্যাসের খরচ কিছুটা হলেও সাশ্রয় হয়েছে।
- আধার ভিত্তিক লেনদেনের মাধ্যমে এবার স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
কারা কারা পাবেন এই ২৭৫ টাকা সাবসিডি?
এলপিজি গ্যাসের এই নতুন সাবসিডি পেতে হলে আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-
- গ্রাহককে অবশ্যই রাজস্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- Indane, Bharat Gas বা HP Gas-এর মতো এলপিজি গ্যাস কানেকশন থাকতে হবে।
- Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)-এর উপভোক্তা হতে হবে, অথবা বিপিএল তালিকায় নাম থাকতে হবে।
- গ্যাস কানেকশন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে।
- আপনাকে বাজার দরে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হবে।
- “Give it Up” স্কিমে অংশগ্রহণকারী হলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
কীভাবে গ্যাস এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন?
গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে যান।
- এরপর সেখানে গিয়ে আধার কার্ডের জেরক্স এবং ফরম জমা দিন।
- এছাড়া অনলাইনেও এপ্লাই করতে পারেন। এর জন্য Indane, Bharat Gas বা HP Gas-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Aadhaar Seeding’ অপশন বেছে নিতে হবে।
ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে আপনার ব্যাংকের শাখায় গিয়ে আধার কার্ড ও পাসবুক জমা দিন।
- এরপর আধার লিঙ্কের ফর্ম পূরণ করুন।
- নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাংকিং থাকলে ঘরে বসেই এই কাজ সম্পন্ন করতে পারবেন।
- এরপর লিংকিং স্ট্যাটাস দেখতে পারবেন ইউআইডিআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
অ্যাকাউন্টে সাবসিডি এসেছে কিনা তা কীভাবে জানবেন?
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলপিজি গ্যাস সিলিন্ডারে সাবসিডি ঢুকেছে কিনা, তা জানতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে গ্যাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর রেজিস্টার করা মোবাইল নম্বর বা কনজিউমার আইডি দিয়ে লগইন করুন।
- এরপর “Subsidy Status” অপশনে ক্লিক করুন।
- এরপর লিঙ্ক ব্যাংক ডিটেইলস দিয়ে ট্রানজেকশন হিস্ট্রি চেক করে নিন।
রাজস্থান সরকারের এই ২৭৫ টাকার এলপিজি সাবসিডি স্কিম একদিকে যেমন সাধারণ মানুষের আর্থিক সহায়তা এনে দিচ্ছে, তেমনই আধার লিঙ্কিং এর মাধ্যমে দুর্নীতি রোধে ভূমিকা রাখছে। তাই আপনি যদি এই সুবিধা নিতে চান, তাহলে আর দেরি না করে গ্যাস এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সেরে ফেলুন।