সুপ্রিম কোর্টের নির্দেশে সুখবর পেতে চলেছেন পার্থ
প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে ED-র মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ কার্যকর হলেও জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ( Partha Chatterjee)। তার কারণ CBI এর মামলায় এখনও আটকে রয়েছেন তিনি। কলকাতা হাই কোর্টে CBI মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ নয়জন জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন এই মামলার রায় দিয়েছিলেন গত ২০ নভেম্বর।
সেই সময় চারজনের জামিনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন। কিন্তু পার্থ-সহ অন্য পাঁচজনের জামিন দেওয়ার ক্ষেত্রে একমত হতে পারেনি ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোককুমার সাহার জামিন দেননি। এদিকে একের পর এক আবেদন জানিয়েও পার্থ চট্টোপাধ্যায় এর কোনও লাভ হয়নি। প্রত্যেকটা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনও এই মুহুর্তে ক্রমশ কঠিন হয়ে পড়েছে। তার উপর আবার সম্প্রতি হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তিও হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
সেক্ষেত্রে তাই এবার ফের নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ সেই মামলার শুনানি ছিল। সূত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং-এর এজলাসে পার্থ চট্টোপাধ্যায় এর মামলার শুনানিটি ওঠে। সম্পূর্ণ আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে নোটিস দিয়েছে।
সেই নোটিশে আদালতের তরফে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন পার্থকে এতদিন ধরে হেফাজতে রাখা হয়েছে। আর এই সকল প্রশ্নগুলো আগামী ২০ মার্চ এর মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI কে জমা দিতে হবে। তবে কি ED মামলার মত এবারেও CBI মামলা থেকে রেহাই পাবেন তিনি?
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক…
This website uses cookies.