সেরা ক্যামেরার ভিভো ভি৫০ ফোনের দাম কত পড়বে? লঞ্চের আগেই ফাঁস
ভিভো আগামী সপ্তাহে ভারতে Vivo V50 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর ডিজাইন ও কিছু ফিচার সামনে এসেছে। এখন আবার জনপ্রিয় এক টিপস্টার Vivo V50 এর ভ্যারিয়েন্ট-অনুযায়ী মূল্য ফাঁস করেছে। দাবি সত্যি হলে Vivo V50 এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছিল ৩৫,০০০ টাকা থেকে। আসুন এর অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত রাখা হতে পারে জেনে নেওয়া যাক।
ভারতে Vivo V50 দাম (সম্ভাব্য)
টিপস্টার বলেছেন, ভিভো ভি৫০ এর দাম ভারতে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকার এর মধ্যে রাখা হবে। ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে আসবে। এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দাম রাখা হতে পারে ৩৪,৯৯৯ টাকা। এদিকে, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩৬,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকবে ৪০,৯৯৯ টাকা। এর সাথে অতিরিক্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।
Vivo V50 এর ভারতে লঞ্চের তারিখ
ভিভো ভি৫০ বিভিন্ন আপগ্রেড সহ ১৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। জেইস লেন্সের সাথে এতে প্রো-গ্রেড ক্যামেরা পাওয়া যাবে। তিনটি কালার অপশনের সাথে এতে কোয়াড-কার্ভড প্যানেল থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
Vivo V50 এর ফিচার ও স্পেসিফিকেশন
ভিভো ভি৫০ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড় ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরার কথা বললে, Vivo V50 জেইস-চালিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর সহ আসবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও হবে ৫০ মেগাপিক্সেল, যা উচ্চমানের সেলফি তুলতে সাহায্য করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.