সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, Samsung Galaxy A56, A36 ও A26 আগামী মাসেই বাজারে এন্ট্রি নিচ্ছে

Samsung শীঘ্রই Galaxy A সিরিজের নতুন তিনটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে। টিপস্টার এএন লিকসের রিপোর্ট অনুসারে, স্যামসাং ভারতে Galaxy A56, A36, A26 লঞ্চ হতে চলেছে। মার্চের প্রথম সপ্তাহেই এই ফোনগুলি লঞ্চ হতে পারে। তিনটি মডেলের ক্যামেরা ডিজাইনে মিল থাকবে। লেন্সের চারপাশে গোলাকার রিং দেখা যাবে। আর এই তিনটি স্মার্টফোনের সাইড এবং বটম বেজেল অন্যান্য ফোনের তুলনায় কিছুটা পুরু হবে।

আর Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26 ডিভাইসগুলি ওয়ান ইউআই ৭.০ কাস্টম স্কিনে চলবে এবং এগুলি ৬টি বড় আপডেট পাবে। হ্যান্ডসেটগুলি আইপি৬৭ রেটিং সহ আসবে, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধী করবে।

READ MORE:  ভারতে আগমন কেউ আটকাতে পারবে না! Realme Narzo 80 Pro পেল BIS সার্টিফিকেশন | Realme Narzo 80 Pro Bis Certified India

Samsung Galaxy A56 এর ফিচার

সম্প্রতি টিপস্টার @evleaks গ্যালাক্সি এ৫৬ এর ডিজাইন সহ একটি জিআইএফ শেয়ার করেছে, এর অ্যালুমিনিয়াম ফ্রেমটি ব্রাশড ফিনিশ এবং এতে ক্যামেরা বাম্প দেখা যাবে। এতে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে।

এই স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে এক্সিনস ১৫৮০ চিপ, ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে।

READ MORE:  Realme আনলো হোলি সেল, ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কম দামি থেকে প্রিমিয়াম স্মার্টফোন

Samsung Galaxy A56 এর স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে এক্সিনস বা মিডিয়াটেক চিপের পরিবর্তে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ বা স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপ ব্যবহার করা হবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়াও এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  Oppo Find X8 Ultra: ছবি লাগবে DSLR-এর মতো!পাঁচটি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Find X8 Ultra | Oppo Find X8 Ultra Launch Date

Samsung Galaxy A26 এর ফিচার

গ্যালাক্সি এ২৬ ফোনে এক্সিনস ১২৮০ চিপ থাকবে বলে মনে করা হচ্ছে। এর সাথে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এতে পলিকার্বনেট বডি দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top