লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সোশ্যাল মিডিয়ায় Ghibli-র ঝড়! কী এই Ghibli? ChatGPT দিয়ে এক্ষুনি বানিয়ে ফেলুন

Published on:

এখন সোশ্যাল মিডিয়া ফিডে একটি ট্রেন্ড চোখে পড়ছে সবারই। হঠাৎ করে Ghibli স্টাইলের ছবির বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু কীভাবে এই AI প্রযুক্তি ভাইরাল হল? সম্প্রতি OpenAI-এর CEO স্যাম অল্টম্যান নিজের প্রোফাইল ছবি বদলে একটি নতুন Ghibli  স্টাইলের ইমেজ শেয়ার করেছিলেন। 

আর এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এক নতুন উন্মাদনা। সিনেমার দৃশ্য থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত, মজার মিম সবকিছুই এখন Ghibli স্টাইলে। কিন্তু আসলে Ghibli কী? কেন এটা নিয়ে এত উন্মাদনা? চলুন জেনে নেওয়া যাক। 

Ghibli স্টাইল আসলে কী?

যারা স্টুডিও Ghibli সম্পর্কে জানেন না, তাদের জন্য বলে রাখি, স্টুডিও Ghibli হল জাপানের একটি বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও, যা ১৯৮৫ সালে আবিষ্কার হয়। আর এই স্টুডিও সিনেমাগুলি কল্পনা শক্তির জগৎ, মিষ্টি রঙের ব্যবহার, হৃদয় ছোঁয়া গল্পের মাধ্যমে দেখানো হত। প্রকৃতি ভালোবাসা, বন্ধুত্বের রহস্যময় জগত এবং জাদুকরি বাস্তবতা মিলিয়ে এই Ghibli স্টাইল।

READ MORE:  মধ্যবিত্তদের জন্যে স্বস্তির খবর, রান্নার তেলের দাম অনেকটাই কমছে

AI-এর সাহায্যে Ghibli স্টাইলের ছবি

বর্তমানে OpenAI-এর নতুন GPT-4o প্রযুক্তি এখন যেকোন ছবিকেই Ghibli স্টাইলে রূপান্তর করে দিচ্ছে। শুধুমাত্র ফটো আপলোড করে “Create a Studio Ghibli version of this image” লিখে AI-কে নির্দেশ দিতে হবে। আর এই ফিচার এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, ব্যবহারকারীরা নিজেদের ছবিকে Ghibli স্টাইলে রূপান্তর করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। 

READ MORE:  India Post GDS Recruitment: মাধ্যমিক পাসে ইন্টারভিউ দিয়েই পোস্ট অফিসে চাকরি, ৬৫২০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | India Post GDS Recruitment How to Apply Online

সোশ্যাল মিডিয়ায় Ghibli-র ঝড়

এই নতুন ট্রেন্ড ইতিমধ্যেই বহু ব্যবহারকারী করে ফেলেছেন। এখন সোশ্যাল মিডিয়া খুললেই প্রোফাইল পিক থেকে শুরু করে বলিউড সিনেমার দৃশ্য, সবকিছুই Ghibli স্টাইলে আপলোড হচ্ছে। এমনকি Google Trends-এও Ghibli স্টাইল দেখা যাচ্ছে। ভারতের ব্যবহারকারীরা এই প্রযুক্তি নিয়ে এখন চরম আগ্রহী হয়ে উঠেছে। 

Miyazaki-র প্রতিক্রিয়া

যদিও সাধারণ মানুষ Ghibli স্টাইলের এই ছবিতে মুগ্ধ হয়েছে। কিন্তু স্টুডিও Ghibli-র প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি একেবারে সন্তুষ্ট নন। তিনি বলেছেন যে, “আমি সম্পূর্ণ হতাশ। যদি কেউ ভুতুড়ে কিছু বানাতে চায় তবে তা করতেই পারে। তবে আমি কখনোই আমার কাজে এই প্রযুক্তি ব্যবহার করব না।”

READ MORE:  হোলির আগেই বাড়ছে ডিএ, জেনে নিন কত টাকা বেতন বাড়বে

তবে কেউ কেউ বলছেন যে, এটি নতুন যুগের একটি শিল্প। আবার কেউ মনে করছেন, AI বাস্তব শিল্পের বিকৃতি ঘটাচ্ছে। তাই আপনি যদি Ghibli স্টাইলে নিজের ফটো বানাতে চান, তাহলে অবশ্যই GPT-4o এর সাহায্য নিয়ে এখনই বানিয়ে নিন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.