লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্থানীয়ভাবে আর নিয়োগ নয়! পুরসভায় চাকরি নিয়ে কড়া নির্দেশ নবান্নর

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি বেশ চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। মুখ পুড়েছে কলকাতা হাইকোর্টে। যার ফলস্বরূপ হেভিওয়েট নেতারা জেল খাটছে। আর এই আবহে এবার পুরসভার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার উপর নজর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আইন নিয়ে এসেছিল রাজ্য। যা ২০১৯ সালের ২ জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হয়। আর ওই দিনই তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এবার সেই আইন কার্যকর করার ক্ষেত্রে আর কোনও শিথিলতা চাইছে না রাজ্য সরকার (Nabanna)। তাই এবার নেওয়া হল গুরুতর সিদ্ধান্ত।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পুরসভায় নিয়োগ নিয়ে শোরগোল

গত সোমবার নবান্নে প্রশাসনিক শিল্প বৈঠকে একাধিক দফতর, শিল্প, প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আলোচনায় জায়গা করে নিল পুরসভায় নিয়োগ প্রক্রিয়া। তবে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম ক্ষুব্ধতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন যে, অনেক পুরসভা নিজেদের ইচ্ছামতো পছন্দসই লোক নিচ্ছে, অর্থাৎ কাজের যোগ্যতার বিচারে নয় নিয়োগ করা হচ্ছে পছন্দের ভিত্তিতে, যা পরবর্তীকালে সরকারের জন্য সমস্যার কারণ হয়ে উঠছে। তাই সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক কড়া সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

READ MORE:  আরও বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা, অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনছে ভারত

কর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মানতে হবে এই নিয়ম

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন কোনওভাবেই সংশ্লিষ্ট সংস্থাকে বাদ দিয়ে পুরসভায় কর্মী নিয়োগ করা যাবে না। একমাত্র ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগই বৈধতা পাবে। এদিকে সম্প্রতি ওই একই দিনে কলকাতা হাইকোর্ট এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে রায়ে জানিয়ে বলেন, বাম আমলে রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ পাওয়া চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ পেনশন সহ অবসরকালীন সুযোগসুবিধা পাওয়ার যোগ্য নন। কারণ, ওই নিয়োগের সিংহভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরবোর্ডের অনুমোদন থাকলেও রাজ্য সরকারের কোনো অনুমোদন ছিল না।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আরও পড়ুন: আরজি করে আরেক ভয়ঙ্কর কাণ্ড, কাঠগড়ায় জুনিয়র ডাক্তাররা

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই নড়ে চড়ে বসল রাজ্যের প্রতিটি পুরসভা। তাইতো মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুরসভাগুলির সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এর উচ্চপর্যায়ের বৈঠক হয়। এবং গত ৩ মার্চ পুরদফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে নিয়োগের সমগ্র প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর উপর। অর্থাৎ এখন থেকে পুরসভায় কাজের জন্য এবং নিয়োগের ক্ষেত্রে মিউনিসিপ্যাল কমিশনের কাছে আবেদন করতে হবে।

READ MORE:  Aadhaar App: হাসপাতাল থেকে হোটেল, ব্যাঙ্ক! নতুন আধার APP-এ পাবেন ৬টি দুর্দান্ত সুবিধা | New Aadhar App Benefits

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.