স্বামীর মৃত্যুর পর দিশেহারা, অবসাদগ্রস্ত হয়ে চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী, একদিনেই অনাথ এক বছরের সন্তান

মাঝেমধ্যে এমন কিছু ঘটনার কথা আমরা জানতে পারি যা আমাদের মনকে বিষাদে পরিপূর্ণ করে তোলে। সে সমস্ত ঘটনার কথা জানলে মনে হয়, কেন ঘটল এমন ঘটনা? সম্প্রতি সেই রকমই এক মন ভারাক্রান্ত করা ঘটনা ঘটেছে। এক রাতের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছে ছোট শিশু।

ঘটনা কী? দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন এক যুবক। বৃহস্পতিবারে মৃত্যু হয় ওই যুবকের।স্বামীর এহেন মৃত্যু মেনে নিতে পারেননি ওই স্ত্রী। আর তার‌পরই বড়সড় সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভাবেননি নিজের সন্তানের কথা।‌স্বামীর মৃত্যুর পরেই আত্মঘাতী হন তিনি বলে অনুমান।

READ MORE:  ভারতীয়তে আস্থা ট্রাম্পের! গীতা ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান হলেন কাশ পটেল

আজ অর্থাৎ শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার করা হয় ওই মহিলার ঝুলন্ত দেহ। অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। সবথেকে বড় বেদনার বিষয়, মাত্র এক রাতের ব্যবধানেই বাবা-মাকে হারাল মাত্র ১ বছর বয়সী সন্তান। এই মৃত্যু চরম বেদনার। বলাই বাহুল্য, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রূপেশ।

READ MORE:  প্রয়াগরাজে যেতে পারেননি? চিন্তা নেই, হুগলীর ত্রিবেণীতে শুরু হচ্ছে কুম্ভস্নান, জানুন কবে

মাত্র তিনবছর আগে ফিরোজাবাদের রিনার সঙ্গে বিয়ে হয় তাঁর। এর‌ইমধ্যে তাদের জীবন জুড়ে আসে সন্তান। কিন্তু এর‌ইমধ্যে রূপেশের কিডনির অসুখ ধরা পড়ে। বেশ অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। সবার সব চেষ্টা ব্যার্থ করে বৃহস্পতিবার মারা যান তিনি। স্বামীর মৃত্যু শোক মেনে নিতে পারেননি রিনা।

রূপেশের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে রিনা বলতে থাকেন, তাঁর জীবনে আর কিছুই বাকি থাকল না। এরপর রূপেশের শেষকৃত্য করার পর তাদের বাড়ি থেকে চলে আসেন প্রতিবেশীরা। শুক্রবার সকালে আর দরজা খোলেননি রিনা। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে সবাই দেখে , সিলিংয়ের সঙ্গে ঝুলছেন রিনা। স্বামীকে হারানোর শোক সামলাতে পারেননি রিনা। যদিও শিশুর কথা ভেবে চোখে জল সবার।

READ MORE:  ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এবার বড় প্রমাণ দিল হার্ভার্ডের বিজ্ঞানী! চমকে উঠল গোটা বিশ্ব

 

Scroll to Top