লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্মার্টফোন হারিয়ে বা চুরি হলে ঘাবড়াবেন না, কি করণীয় অবশ্যই জেনে রাখুন | How to Block Smartphone Lost or Stolen Android Users

Published on:

প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। আর এই ডিভাইসেই থাকে একাধিক গোপন বা ব্যক্তিগত তথ্য। ভয় হয়, যদি স্মার্টফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কী করা উচিত? না ঘাবড়ে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, যা এই প্রতিবেদনে জানানো হল। আপনার ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখার জন্য কী কী করা উচিত আসুন জেনে নেওয়া যাক।

READ MORE:  EPFO সদস্যদের জন্য সুখবর! বিনামূল্যে মিলবে ৭ লক্ষ টাকার জীবন বীমা

হারিয়ে যাওয়া স্মার্টফোন ব্লক করা কেন জরুরি?

বাড়িতে ফোন হারিয়ে গেলে খুব বেশি অসুবিধায় পড়তে হয় না। কিন্তু, বাড়ির বাইরে হারালেই বিপদ। এই ফোন অপব্যবহার, বিভিন্ন অননুমোদিত কাজে ব্যবহার করা হতে পারে, চুরি হতে পারে ব্যাঙ্কিং তথ্য এবং ডেটার অপব্যবহার হতে পারে। তাই এটি ব্লক করা বুদ্ধিমানের কাজ।

সরকারের সঞ্চার সাথী পোর্টালে মিলবে সাহায্য

কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন সহজেই ব্লক করতে পারবেন। টেলিযোগাযোগ বিভাগ (DoT) দ্বারা পরিচালিত, এই পোর্টালটি দেশব্যাপী ডিভাইসগুলি ব্লক করতে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) ব্যবহার করে।

READ MORE:  7th Pay Commission: পদোন্নতি থেকে DA, এপ্রিলের শুরুতেই লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের | Good News For Government Of Madhya Pradesh Employees

সঞ্চার সাথী পোর্টালে স্মার্টফোন ব্লক করার পদ্ধতি

সঞ্চার সাথীর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

নাগরিক-কেন্দ্রিক পরিষেবা ট্যাবে স্ক্রল করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

তারপর চুরি/হারিয়ে যাওয়া মোবাইল ব্লক করার অপশনে ক্লিক করুন।

আপনার ফোনের IMEI নম্বর, FIR এর একটি কপি এবং আপনার পরিচয়পত্র-সহ সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।

অনুরোধ জমা দিন। বিস্তারিত তথ্য দেওয়ার পর, আপনার ডিভাইস ব্লক করতে সাবমিট এ ক্লিক করুন।

READ MORE:  FD Interest Rate: কোটি কোটি গ্রাহককে বড়সড় ঝটকা দিল SBI | State Bank Of India Reduce Fixed Deposit Interest

এই পোর্টাল থেকে ফোনের স্ট্যাটাসও যাচাই করতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.