লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

স্যামসাং গ্যালাক্সি এস২৫ নাকি ভিভো এক্স২০০ ফোন সেরা

Published on:

গত মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। তার মধ্যে সবথেকে সস্তা বা বেস মডেল হল Galaxy S25। এআই ফিচার, নতুন ডিজাইন, ক্যামেরা ও প্রসেসরের নিরিখে কার্যত ঝড় তুলেছে S25 সিরিজ। তবে, ভারতে S25 এর সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে Vivo X200। ফিচার ও ক্যামেরার নিরিখে এটিও দুর্দান্ত স্মার্টফোন। কারও বাজেট যদি ৮০,০০০ টাকার মধ্যে হয় তাহলে তার জন্য সেরা ফোন কোনটা? চলুন তুলনা দেখে নেওয়া যাক।

READ MORE:  নতুন ফোন কিনবেন? ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে Xiaomi 15 থেকে Samsung Galaxy A56

Samsung Galaxy S25 vs Vivo X200 : দাম

Galaxy S25 এর দাম শুরু ৮০,৯৯৯ টাকা থেকে। Vivo X200 এর দাম ৭৪,৯৯৯ টাকা। প্রায় ৬ হাজার টাকা সস্তা ভিভোর স্মার্টফোন।

Samsung Galaxy S25 বনাম Vivo X200 : ডিজাইন ও ডিসপ্লে

S24 এর মতোই S25 মডেলে রয়েছে গ্লাস বিল্ড ও অ্যালমুনিয়াম ফ্রেম। মিলবে গরিলা গ্লাস ভিক্টাস ২, ডিসপ্লে রয়েছে ৬.২ ইঞ্চি LTPO AMOLED, যা ২৬০০ নিটস পিক ব্রাইটনেস দেবে। অন্যদিকে, Vivo X200 ডিভাইসে রয়েছে গ্লাস বডি, অ্যালমুনিয়াম ফ্রেম এবং Schott Xensation Alpha সুরক্ষা। ডিসপ্লে রয়েছে ৬.৬৭ ইঞ্চি AMOLED এবং এর পিক ব্রাইটনেস লেভেল ৪৬০০ নিটস।

READ MORE:  Vivo V50 Lite 5G Launched: 6500mAh ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের দুর্দান্ত 5G স্মার্টফোন নিয়ে হাজির হল Vivo | Vivo V50 Lite 5G Price

Samsung Galaxy S25 বনাম Vivo X200 : প্রসেসর ও ব্যাটারি

স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর যা ১২ জিবি RAM ও ৫১২ জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি ৪,০০০mAh। অপরদিকে, Vivo X200 এর প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ এবং ব্যাটারি ক্যাপাসিটি ৫,৮০০mAh।

Samsung Galaxy S25 বনাম Vivo X200 : ক্যামেরা

S25 মডেলে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল, সঙ্গে ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। ভিভোর ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স।

READ MORE:  Vivo ফোন পছন্দ? ২০২৫ সালে কোম্পানির সেরা ক্যামেরা ও ফিচারের স্মার্টফোন এগুলি | Vivo Best Smartphones in 2025

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.