হজের আগে এক রোগ চিন্তা বাড়াল সৌদি আরবের! বদলে গেল রেজিস্ট্রেশন নিয়ম
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিন্তা বাড়িয়েছে মেনিনজাইটিস। তাই হজের নিয়মে বড় বদল এনেছে সৌদি আরব (Saudi Arabia) সরকার। সূত্রের খবর, মেনিনজাইটিস টিকা ছাড়া হজ যাত্রায় যোগ দিতে পারবেন না কোনও অতিথি। হ্যাঁ, হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকাকরণ বাধ্যতামূলক করল সৌদি আরব। সোমবার সেদেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি সৌদি আরবের ওমররাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হজের জন্য সৌদি আরবে আসা অতিথি যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে মেনিনজাইটিসের টিকাকারণ বাধ্যতামূলক করা হচ্ছে।
বিবৃতিতে সৌদি আরবের মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ যাত্রায় অংশ নিতে গেলে মেনিনজাইটিস টিকা গ্রহণ প্রমাণ পত্র অথবা টিকার পেপার্স সঙ্গে নিয়ে আসতে হবে। সৌদি আরব সরকারের তরফে জানানো হয়েছে, টিকাকরণের পরই হজ যাত্রায় অংশ নিতে পারবেন অতিথীরা। এই নিয়ম স্থানীয় থেকে শুরু করে দূর দেশের যাত্রী সকলের জন্যই সমান।
সৌদি আরব সরকারের তরফ সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি কোনও যাত্রী সৌদি আরব বিমানবন্দরে পৌঁছানোর পর সচিত্র টিকাকরণের প্রমাণপত্র অথবা টিকা সনদ দেখাতে না পারেন, সে ক্ষেত্রে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
অবশ্যই পড়ুন: শনির গোচরে ভাগ্যের দরজা খুলবে এই রাশির! রয়েছে লটারি প্রাপ্তির যোগও
একই সুর শোনা গিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের তরফেও। এদিন সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করার দাবি উঠেছিল। তাই টিকা গ্রহণ না করলে কোনও যাত্রীকেই হজের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি, নিরাপদে হজ করার জন্য ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-19 টিকা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২রা এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
সৌভিক মুখার্জী, কলকাতা: না, কোন এপ্রিল ফুল নয়। এই ছাতিফাটা গরমে রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ…
This website uses cookies.