হাইকোর্ট থেকে কোনও আদালতেই হবে না কাজ! আন্দোলনে রাজ্যের আইনজীবীরা
প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শাসকদলের বিরুদ্ধে বিরোধী দলগুলির ডাকে অনেকবার ধর্মঘট এবং আন্দোলন হয়েছে। সেক্ষেত্রে কোনো কোনো আন্দোলন যেমন সরাসরি প্রভাব ফেলেছিল রাজ্যে। আবার কোথাও কোথাও সেই ধর্মঘট ও আন্দোলন সেরম প্রভাব ফেলতে পারেনি রাজ্যবাসীর কাছে। তবে এই আবহে এবার আন্দোলন এবং ধর্মঘটের ডাক দিল পশ্চিমবঙ্গের সকল আদালতের আইনজীবীরা (Lawyers)।
আসলে বিচার ব্যবস্থায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য আইনজীবীদের ধর্মঘটে লাগাম টানতেই কেন্দ্রীয় সরকার সম্প্রতি অ্যাডভোকেট বিলে সংশোধন করা হয়েছে। যেখানে নয়া বিধিতে সংশোধনী আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আইনজীবীরা তাঁদের প্রতিবাদকে আন্দোলন, বয়কট, ধর্মঘট, যে নাম দিয়ে থাকুন না কেন, একদিনের জন্যও যেন বিচারপ্রার্থীরা সমস্যায় না পড়েন। অর্থাৎ আন্দোলন অথবা বয়কটের জন্য যদি বিচার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, বা সাধারণ মানুষকে ফিরে যেতে হয়, তাহলে ওই প্রতিবাদকে বেআইনি ঘোষণা করা হবে।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপাতত খসড়া বিল প্রকাশ করা হয়েছে। তাই প্রথা মেনে সকলের কাছে অভিমত চাওয়া হচ্ছে। এদিকে কেন্দ্রের এই খসড়া বিল দেখে আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছে। এই ব্যাপারে গতকাল অর্থাৎ শুক্রবার বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা। অনেকক্ষণ ধরে তাদের এই বৈঠক হয়। শেষে দিল্লির একাধিক নিম্ন আদালত জেলা বার অ্যাসোসিয়েশন ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ জানাতে ধর্মঘটের ডাক দেয়। জানা গিয়েছে আগামী সোমবার একদিনের প্রতীকী ধর্মঘট পালন করতে চলেছে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীরা।
সেক্ষেত্রে আইনজীবীদের একটাই অভিযোগ, আইনজীবীদের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তাই এই বিল অগণতান্ত্রিক। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ”নয়া সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এই ধর্মঘট। যদি নয়া আইনে সংশোধন না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব।” তাই সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে আগামী সোমবার কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতের বিচারপ্রক্রিয়া স্তব্ধ হয়ে যেতে পারে।
WhatsApp এই বছরের জানুয়ারিতে অ্যান্ড্রয়েড ২.২৫.২.৫ বিটা ভার্সনে স্ট্যাটাস আপডেটে মিউজিক শেয়ারিং ফিচার চালু করেছিল।…
প্রীতি পোদ্দার, রায়পুর: বছরের শুরু থেকেই ছত্তিশগড়ের একাধিক জায়গায় মাওবাদী হামলার (Chattisgarh Encounter) ঘটনা ঘটছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন মধ্যবিত্তদের জন্য বিনিয়োগের (Investment Plan) একমাত্র মাধ্যম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর 48 ঘন্টা আগে চরম দুঃসংবাদ! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জয়ী…
দোল উপলক্ষে একটি অফার চালু করেছিল BSNL, যা শেষ হবে ৩১ মার্চ। অর্থাৎ হাতে আর…
Google Pay, PhonePe, Paytm-সহ একাধিক ইউপিআই অ্যাপের ব্যবহারকারীদের জন্য বড় খবর। ১ এপ্রিল থেকে কাজ…
This website uses cookies.