হাতের নাগালে কলকাতা, অবশেষে ডবল লাইনের কাজ শেষ হল পুরুলিয়া-কোটাশিলায়
শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। অবশেষে বাংলায় আরও এক রেল প্রকল্পের কাজ শেষ হল। এর জেরে উপকৃত হবেন রেল যাত্রীরা। আজ কথা হচ্ছে পুরুলিয়া-কোটশিলা রেল প্রকল্প (Purulia-Kotshila Doubling Rail Project) নিয়ে। টানা তিন দিনের প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের পরে অবশেষে জুড়ে গেল পুরুলিয়া–কোটশিলা ডবল লাইন। এখন এই ৩৭ কিমি ডবল লাইনে ট্রেন চলাচল শুরু সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরে এই লাইন তৈরী করার দাবি ছিল সাধারণ মানুষের। এবার অবশেষে সকলের সেই অপেক্ষার অবসান ঘটল বলে মনে করা হচ্ছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
এই লাইনটি বাংলার পুরুলিয়া জেলার মধ্যে অবস্থিত, তবুও এই লাইনের দ্বিগুণকরণ সম্পন্ন হলে, রাঁচির সাথে বাংলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ব্যাপকভাবে সাহায্য করবে। অর্থাৎ ঝাড়খণ্ড, কলকাতা ও পুরুলিয়া আরও কাছাকাছি চলে এল। যাইহোক, রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার্থে পুরুলিয়া স্টেশনে তৈরি হচ্ছে নতুন দু’টি প্ল্যাটফর্ম। ৬১৫ মিটার দীর্ঘ ওই দু’টি প্ল্যাটফর্মে স্টপ দিতে পারবে এক্সপ্রেস ট্রেন। পুরুলিয়া–কোটশিলা ডবল লাইন জুড়ে যাওয়ায় টাটা, বোকারো, ধানবাদের সঙ্গে কলকাতার যোগাযোগ অনেক মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। উপকৃত হবেন দুই রাজ্যের বাসিন্দারাও।
রাঁচি, বোকারো, দুর্গাপুর এবং জামশেদপুর যাওয়ার সময় শিক্ষার্থী, শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং কৃষকরা উপকৃত হবেন। পুরুলিয়া থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি পর্যন্ত দূরত্ব প্রায় ১২২ কিলোমিটার। রাঁচি থেকে কোটশিলা পর্যন্ত প্রায় ৮৮ কিলোমিটার অংশ ডাবল লাইনের এবং কোটশিলা রেলওয়ে জংশন থেকে পুরুলিয়া পর্যন্ত বাকি ৩৪ কিলোমিটার অংশ দীর্ঘদিন পর্যন্ত ডাবল লাইনের হয়নি। এই এলাকাটি ‘জঙ্গল মহল’ নামে পরিচিত। তবে এবার অবশেষে সেই কাজ শেষ করল রেল। এটা একদিকে যেমন রেলের কাছে বড় প্রাপ্তি, ঠিক তেমনই সাধারণ মানুষের কাছে আশীর্বাদের থেকে কম কিছু নয়।
ডবল লাইনের অনুমোদনের পর ২০২১ সালে শুরু হয় নির্মাণকাজ। তার পরে ঢিমে তালে চলতে থাকে কাজ। গত বছর থেকে কাজে গতি আসে। অবশেষে শনিবার নতুন ডবল লাইন পুরুলিয়া স্টেশনের ইয়ার্ডের কাছে সংযুক্ত করা হয়।
নিশ্চয়ই ভাবছেন যে পরিষেবা কবে শুরু হবে? এই বিষয়ে আদ্রার ডিআরএম সুমিত নারুলা বলেন, কমিশনার অফ রেলওয়ে সেফটির পর্যবেক্ষণের পরে নতুন ডবল লাইন বাণিজ্যিক ভাবে চালু হয়ে যাবে। তিনি আরও জানানো, ‘চলতি মাসের শেষ দিকেই সিআর ইনস্পেকশন করানোর চেষ্টা চলছে। পুরুলিয়ায় নতুন প্ল্যাটফর্ম সমেত ইয়ার্ডের কাজও আট, নয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এতে সঠিক সময়ে ট্রেন চলাচলেরও উন্নতি হবে।’
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.