হাতে ১৫ দিন সময়, e-KYC না করলে আর মিলবে না ফ্রি রেশন! কড়া বিজ্ঞপ্তি সরকারের
শ্বেতা মিত্র, কলকাতাঃ রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। জনসাধারণের জন্য দেওয়া হয়েছে নির্দেশ। নির্দেশ অনুযায়ী কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে রেশন পাওয়ার পথ। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে রেশন কার্ডের e-KYC, এই কাজ না করলেই বন্ধ হয়ে যেতে পারে রেশন পাওয়ার পথ, এমনটাই ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার।
রেশন যোগ্য ব্যক্তির হাতেই যাচ্ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ শুরু করেছিল সরকার। সঠিক উপভোক্তার হাতে রেশন পৌঁছাচ্ছে কি না, সেটা বোঝার উপায় পরিচয় যাচাই। সেটা করার জন্যই এই e-KYC প্রক্রিয়া। এই কাজের জন্য দরকার আধার কার্ড। বায়োমেট্রিক বা OTP ভিত্তিক যাচাইকরণ করে উপভোক্তার পরিচয় যাচাই করা হবে। আধার কার্ড ছাড়াও অন্যান্য তথ্য পত্র দরকার পড়তে পারে। পরিবারের সদস্যদেরও e-KYC যাচাই করে নিতে পারবেন।
১) এর জন্য আপনাকে প্রথমে Mera Ration 2.0 অ্যাপে যেতে হবে। এর সাহায্যে ই-কেওয়াইসি সম্পন্ন করা যেতে পারে।
২) প্রথমে আপনাকে Google Play Store -এ যেতে হবে।
৩) এর পরে, আপনাকে Mera Ration 2.0 অ্যাপটি সার্চ করতে হবে। তারপর ইন্সটল করে নিতে হবে।
৪) এর পরে, আপনাকে আপনার মোবাইল নম্বরটি এন্ট্রি করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটি দিতে হবে।
৫) তারপরে আপনাকে ওটিপি দিতে হবে, যা আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে দেওয়া হবে।
৬) এর পরে, আপনাকে এটি জমা দিতে হবে।
৭) এরপর “Manage Family Details” অপশনে ক্লিক করতে হবে।
৮) এরপর সব জরুরি তথ্য দিয়ে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৯) এরপর সাবমিট বাটন ক্লিক করতে হবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষয় তৃতীয়ার আবহে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বর্তমান সময়ে…
This website uses cookies.