লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

হোন্ডার এই বাইকটি সবথেকে বেশি পছন্দ চাকুরে-ব্যবসায়ীদের, অবাক করা মাইলেজ

Updated on:

শুধু ডেলিভারি কর্মীরা নয়, অনেকেই আছেন যাঁদের পেশার জন্য প্রতিদিন অনেক কিলোমিটার ভ্রমণ করতে হয়। এই ধরনের নিত্য যাত্রীরা কোন বাইকটি সবথেকে বেশি পছন্দ করে জানেন? এটি হল Honda SP 125। এই মোটরসাইকেল শুধু তার মাইলেজ নয়, অনবদ্য বিল্ড কোয়ালিটি এবং কম মেইনটেনেন্স খরচের জন্য পরিচিত। পাশাপাশি শক্তিশালী ইঞ্জিন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য বাইকের বাজারে স্বীকৃত এই মডেল।

READ MORE:  Yamaha FZ-S Fi Hybrid: মাইলেজ নিয়ে চিন্তার দিন শেষ! দেশের প্রথম হাইব্রিড বাইক লঞ্চ করে চমকে দিল Yamaha | Yamaha FZ-S Fi Hybrid Launched

Honda SP 125 এর মসৃণ অ্যারোডাইনামিক বডি একটি স্পোর্টি চেহারা প্রদান করে। রাতের বেলায় রাইডের সময় পর্যাপ্ত আলো নিশ্চিত করে এটির হেডলাইট। বাইকের সাইড প্যানেল এবং গ্রাফিক্স এর ভিজ্যুয়াল আবেদনও বেশ নজরকাড়া। অতিরিক্তভাবে, বাইকে উপস্থিত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা চালানোর সময় প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে।

ইঞ্জিন, পারফরম্যান্স ও মাইলেজ

১২৪ সিসি ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন দিয়ে সজ্জিত হোন্ডা এসপি ১২৫। এই ইঞ্জিন প্রায় ১০.৭ হর্সপাওয়ার শক্তি এবং ১০.৯ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি শক্তি এবং মসৃণ রাইডিং অভিজ্ঞতার এক অসাধারণ সমন্বয় প্রদান করে বলে দাবি কোম্পানির। একই সাথে জ্বালানি-সাশ্রয়ী। বাইকের মাইলেজ প্রতি লিটার ৫৫ থেকে ৬৫ কিলোমিটার।

READ MORE:  পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে 200 সিসির দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ করল Honda

বাইকে রয়েছে বিশেষ ACG স্টার্ট সিস্টেম। এই সিস্টেমের অন্তর্ভুক্তি ইঞ্জিনকে শান্ত এবং সহজে শুরু করার সুবিধা দেয়। বাইকটির সাসপেনশন শহর ও গ্রাম উভয় রাস্তায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ বাইকে স্টাইল ও পারফরম্যান্স দুটোই চাই? সস্তায় সেরা বিকল্প Bajaj Pulsar N160

বাইকের দাম

বর্তমানে Honda SP 125 মোটরসাইকেলটির ভারতের বাজারে এক্স-শোরুম দাম ৯০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  সস্তায় পাবেন আর ১৪ দিন, পয়লা এপ্রিল থেকেই সমস্ত গাড়ির দাম বাড়াচ্ছে Maruti

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.