হ্যাং করবে না, Realme Narzo 80x 5G আসছে ১২ জিবি র‌্যামের সাথে, কোথা থেকে কেনা যাবে

রিয়েলমি এবার নারজো সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর নাম রাখা হবে Realme Narzo 80x 5G। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এখন আবার Realme Narzo 80x 5G এর স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। আসন্ন হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসবে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।

READ MORE:  Realme P3 5G Features: Realme P3 ও P3 Ultra লঞ্চ হচ্ছে 19 মার্চ, 6000mAh ব্যাটারি সহ থাকবে সেরা ফিচার্স | Realme P3 Ultra India Launch Date March 19

Realme Narzo 80x 5G এর স্টোরেজ ভ্যারিয়েন্ট (লিক)

91Mobiles তাদের নয়া একটি রিপোর্টে দাবি করেছে যে, রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ভারতে RMX3944 মডেল নম্বর সহ ভারতের বাজারে আসবে। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যেগুলি হল – ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

READ MORE:  Oppo A59 5G Discount: ৪০০০ টাকা সস্তা হল Oppo A59 5G স্মার্টফোন, ডুয়েল ক্যামেরা সহ আছে ৫০০০mAh ব্যাটারি | Flipkart Big Saving Days Sale

রিপোর্টে আরও বলা হয়েছে, ফোনটি সানলিট গোল্ড এবং ডিপ ওশান কালার অপশনে আসবে। নারজো সিরিজের আসন্ন স্মার্টফোনগুলি অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে 91Mobiles তাদের আগের একটি রিপোর্টে বলেছিল, এই সিরিজের রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের মডেল নম্বর হবে RMX5033 হবে। এটি রেসিং গ্রিন, স্পিড সিলভার এবং নাইট্রো অরেঞ্জ শেডে পাওয়া যাবে।

READ MORE:  গরীব মানুষদের স্বপ্নপূরণ করে অতি সস্তায় দুর্দান্ত স্মার্টফোন আনল লাভা

আর এই স্মার্টফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি কনফিগারেশনে আসবে। রিয়েলমি RMX5033 মডেল নম্বর সহ Realme Narzo 80 Ultra নামেও আরেকটি ফোন অফার করতে পারে। এটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন সহ পাওয়া যাবে।

Scroll to Top