১লা এপ্রিল থেকে বন্ধ হতে পারে UPI পেমেন্ট! কী নির্দেশ দিল NPCI?
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টই মানুষের প্রধান ভরসা—হোক তা ১০ টাকার কেনাকাটা বা ১০ হাজার টাকার লেনদেন। কিন্তু ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হচ্ছে, যা গুগল পে, ফোন পে এবং পেটিএম ব্যবহারকারীদের জন্য সমস্যার কারণ হতে পারে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, যদি কোনো নির্দিষ্ট সময় ধরে মোবাইল নম্বর UPI-তে সক্রিয় না থাকে, তাহলে সেই নম্বর স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ, আপনার UPI অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং অনলাইনে লেনদেন করা সম্ভব হবে না।
NPCI-এর মতে, সাইবার অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সামান্য অসতর্কতাই বড় ক্ষতির কারণ হতে পারে। সাইবার অপরাধীরা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ফোন নম্বরগুলিকে টার্গেট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে। তাই এই ঝুঁকি এড়াতে সরকার এবং NPCI UPI-তে যুক্ত পুরনো ও অনাকтив নম্বরগুলি স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
– আপনার UPI অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হলে মোবাইল নম্বরও সক্রিয় রাখতে হবে।
– UPI লেনদেনের জন্য আপনার ফোন নম্বরই প্রধান চাবিকাঠি, তাই সেটি সচল রাখা জরুরি।
– **যদি দীর্ঘদিন ধরে আপনার নম্বরটি নিষ্ক্রিয় থাকে, তাহলে তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনি আর UPI পেমেন্ট করতে পারবেন না।
– যদি আপনার UPI পেমেন্টের নম্বর দীর্ঘদিন ধরে ব্যবহার না করা হয়, তাহলে ১ এপ্রিলের আগেই সেটি সক্রিয় করুন।
– ব্যাঙ্কের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা আছে কিনা যাচাই করুন।
– অনলাইন পেমেন্ট সংক্রান্ত সমস্যায় পড়তে না চাইলে আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
NPCI ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে। ১ এপ্রিলের মধ্যে নম্বর সক্রিয় না করলে UPI পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে! তাই কোনো ঝুঁকি না নিয়ে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
শ্বেতা মিত্র, কলকাতা: ২০২৫ সালটা অনেক সুখবর বয়ে আনতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ইতিমধ্যে দীর্ঘ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের IPL নিলামে তাঁকে দলে নেয়নি কোনও ফ্রাঞ্চাইজি। 2 কোটি টাকার বেস…
পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের (WB State Employees) জন্য সুখবর। মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির সিদ্ধান্ত…
Reliance Jio ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান রিচার্জ করার সুবিধা পান, ফলে মাঝে মাঝে সঠিক…
প্রীতি পোদ্দার, ঢাকা: অবশেষে স্বস্তি মিলল বাংলাদেশবাসীর। গত চার মাস ধরে বকেয়া পাওনার কারণে বাংলাদেশে…
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্য পতনের পর ফের সোনার বাজারে ঊর্ধ্বগতি। আজ ২৮শে মার্চ, শুক্রবার।…
This website uses cookies.