১লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা, লেনদেন চালাতে এখনই এই কাজটি করুন
বর্তমান যুগে ডিজিটাল লেনদেন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সে Google Pay বলুন কিংবা PhonePe, UPI অ্যাপ ব্যবহার না করে একটা দিনও কাটতে পারে না। কিন্তু ১লা এপ্রিল, ২০২৫ থেকে UPI পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন। যদি আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে আপনি আর UPI লেনদেন করতে পারবেন না। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে যে, ১লা এপ্রিল, ২০২৫ থেকে এই নতুন নিয়ম চালু করা হবে। এই নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলি যে সমস্ত মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে বা নাম্বারগুলি নতুন কারো কাছে চলে গেছে, সেগুলি UPI থেকে সরিয়ে দেবে। এর ফলে ভুল ট্রানজেকশন এবং প্রতারণার হার অনেকটাই কমবে।
NPCI-এর বক্তব্য অনুযায়ী, যে সমস্ত নাম্বার বন্ধ হয়ে গেছে, সেগুলিতে আর UPI কাজ করবে না। এছাড়া যেসব নাম্বার অন্য কাউকে পুনরায় ইস্যু করে দেওয়া হয়েছে বা যদি মোবাইল নাম্বার ও অ্যাকাউন্টের মালিকানা ভিন্ন হয়ে যায়, সেই নাম্বারে আর UPI কাজ করবে না।
UPI লেনদেন চালু রাখার জন্য অবশ্যই নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
বর্তমানে অনেক গ্রাহক তাদের পুরনো নাম্বারের মাধ্যমে UPI ব্যবহার করছেন, যা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করছে। NPCI-এর ২০২৪ সালের জুলাই মাসের বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রচারণা এড়াতে নিয়মিত UPI তথ্য আপডেট করতে হবে। তাই ব্যাংক এবং UPI পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন প্রতি সপ্তাহে মোবাইল নাম্বার আপডেটের একটি তালিকা তৈরি করে।
যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নাম্বার আপডেট না করেন, তাহলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা যেতে পারে-
তাই আপনি যদি নিয়মিত UPI লেনদেন চালিয়ে যেতে চান, তাহলে দ্রুত আপনার মোবাইল নাম্বার আপডেট করুন এবং UPI অ্যাপের প্রয়োজনীয় অনুমতি প্রদান করুন। নাহলে ১লা এপ্রিল, ২০২৫ থেকে Google Pay, PhonePe-তে আর পেমেন্ট করতে পারবেন না।
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা…
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
This website uses cookies.