১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi 13 থেকে POCO M7 Pro, ১৫ হাজার টাকার কমে সেরা পাঁচ স্মার্টফোন | Top 5 Smartphones Under 15000 in March
বাজেট কম হলেই যে ফিচার কম পাওয়া যাবে তেমন নয়। ১৫ হাজার টাকার কমেও একাধিক ভালো ৫জি স্মার্টফোন রয়েছে বাজারে। যেমন – POCO M7 Pro, Nothing CMF Phone 1 ইত্যাদি। মার্চে যারা নতুন ফোন আপগ্রেড করার কথা ভাবছেন তাদের জন্য সেরা বিকল্প কী কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক।
এই পোকো ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৬৭ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। প্রসেসর রয়েছে রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আলট্রা, যা ৮ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে। এটি মাল্টিটাস্কিং এবং গেমিং সহজেই পরিচালনা করতে পারে। ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ৫,১১০mAh, যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।
নাথিং-এর সিএমএফ ফোন ১ বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে একটি দারুন বিকল্প। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে নাথিং ওএস ৩.০ সফ্টওয়্যার।
রেডমি ১৩ মডেলে পাওয়া যাবে ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে। এতে অন্যতম সেরা চমক ক্যামেরা, মিলবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,০০০mAh এবং ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ এর ভিত্তিক HyperOS কাস্টম স্কিন উপস্থিত।
আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন। Motorola G64 মডেলে রয়েছে অপ্রয়োজনীয় ব্লোটওয়্যার ছাড়াই স্টক-অফ অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা। এতে ফিচার হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, ৬,০০০mAh ব্যাটারি, OIS-সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৪, ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.