সৌভিক মুখার্জী, কলকাতা: কখনো কি ভেবে দেখেছেন, মাত্র ১০ টাকার প্লাটফর্ম টিকিট (Platform Ticket) না কাটায় হাজিরা দিতে হচ্ছে কোর্টে? হ্যাঁ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে এক ভারতীয় যুবকের সঙ্গে। তিনি তার ভাইকে ট্রেনে তুলে দিতে গিয়ে এরকম এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আর সেই ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে Adarsh নামের এক ব্যবহারকারী নিজের ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তিনি লেখেন, “আমি একা ট্রাভেল করছিলাম। আমার দাদা প্ল্যাটফর্মে আমাকে ছাড়তে এসেছিল। আমরা দুজনেই ভুলে যাই প্ল্যাটফর্মে ঢোকার জন্য টিকিট কাটতে। আমার যেহেতু ট্রেনের টিকিট কাটা ছিল, তাই আমি ট্রেনে উঠে যাই। কিন্তু ট্রেন ছাড়ার পর দাদাকে ধরে ফেলে রেল কর্তৃপক্ষ।”
টিকিট না কাটায় জেরা, কাগজে সই আর শেষমেষ কোর্টে হাজিরা
Adarsh দাবি করছে, তার ভাইকে শুধুমাত্র ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট না কাটায় প্রায় দুই ঘন্টা ধরে জেরা করা হয়। আর সেই সময় তার থেকে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি, বরং বাড়ির কাউকে ডেকে আনার কথা বলা হয়। আর শেষমেষ তার মা আসেন। আর তাকে দিয়ে সইও করানো হয়। এমনকি আধার কার্ড নেওয়া হয় এবং মা ও ছেলের ছবিও তোলা হয় শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম টিকিট না কাটার কারণে। তিনি বলেন, “এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছিল, যেন আমার দাদা বিরাট কোন অপরাধ করে ফেলেছে।”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
১৫ দিনের মধ্যে কোর্টে যাওয়ার নির্দেশ
আর এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ Adarsh এর দাদাকে জানায় যে, ১৫ দিনের মধ্যেই তাকে রেলওয়ে কোর্টে হাজিরা দিতে হবে। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। সম্ভবত তাকে ১০০০ টাকা বা তার বেশি জরিমানাও গুনতে হতে পারে।
রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন
সোশ্যাল মিডিয়ার এই পোস্টে রেল কর্তৃপক্ষের এই আচরণ নিয়ে প্রশ্ন তোলেন Adarsh। তিনি লেখেন, “রেল যদি সত্যিই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে ভাবতো, তাহলে ট্রেনের বাথরুমগুলি এত নোংরা হত না। একটা ১০ টাকার টিকিট না কাটার জন্য এতটা হাঙ্গামা করার কি কোন দরকার?” তিনি আরো লেখেন, “মেট্রোর মতো স্টেশনের দরজায় যদি স্বয়ংক্রিয় গেট থাকতো, তাহলে আর হয়তো এমন ভুল হত না। কেউ ইচ্ছা করে এমন ভুল করে না। অনেক সময় মানুষ মানসিক চাপে কিংবা তাড়াহুড়োতে ভুল করে ফেলে।”
নেটিজেনদেরর প্রতিক্রিয়া
এই পোস্টে নেটিজেনদের মধ্যে কেউ কেউ ক্ষোভ উগড়ে দিয়েছেন। কেউ বলেন, “আইন ভেঙেছে ঠিকই। কিন্তু এতটা শাস্তি বেশি হয়ে গিয়েছে।” আবার কেউ কেউ পরামর্শ দেন, রেলমন্ত্রীকে ট্যাগ করে X হ্যান্ডেলে এই ঘটনা তুলে ধরতে। আবার কেউ কেউ কড়া দাবি জানান, “আপনার ভাই নিয়ম ভঙ্গ করেছে, প্ল্যাটফর্মে ঢোকার জন্য টিকিট আবশ্যক। রেল কর্তৃপক্ষের এই কাজ যুক্তিসঙ্গত।”