১০ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে Redmi, Vivo, OnePlus স্মার্টফোন, চমকে দিল Swiggy Instamart | Swiggy Instamart 10 Minutes Smartphones Delivery Service Launched
আইফোন ১৬ই, অ্যান্ড্রয়েড ফোন যেমন, স্যামসাং গ্যালাক্সি, ওয়ানপ্লাস নর্ড ইত্যাদি ডিভাইস মাত্র ১০ মিনিটে পৌঁছবে বাড়ির দোরগোড়ায়।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: সাবান, তেল, শ্যাম্পু, আটা, ময়দা ও সবজির মতো এবার ১০ মিনিটে স্মার্টফোন পৌঁছে যাবে আপনার বাড়ির ঠিকানায়। নতুন পরিষেবা চালু করল অনলাইন মুদি সামগ্রী ডেলিভারি অ্যাপ সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart)। আপাতত, বড় ১০টি শহরে এই উদ্যোগ চালু করেছে সংস্থাটি। দাবি করা হয়েছে, iPhone 16e, অ্যান্ড্রয়েড ফোন যেমন, Samsung Galaxy, OnePlus Nord ইত্যাদি ডিভাইস মাত্র ১০ মিনিটে পৌঁছবে বাড়ির দোরগোড়ায়।
যে সব ক্রেতারা উপহার বা ডিভাইস আপগ্রেড করার জন্য এই প্ল্যাটফর্মে ভিজিট করছেন তাদের জন্য নয়া পরিষেবাটি চালু করা হয়েছে। মূলত এই ধরনের গ্রাহকদেরই মাথায় রেখে আনা হয়েছে পরিষেবাটি। সুইগি ইন্সটামার্টের (Swiggy Instamart) স্মার্টফোন ডেলিভারি পরিষেবা বর্তমানে – বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ফরিদাবাদ, নয়ডা, গুরগাঁও, কলকাতা, হায়দরাবাদ এবং পুনেতে পাওয়া যাচ্ছে।
আগামীদিনে আরও বেশ কিছু শহরে পরিষেবা সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। শুধু দ্রুত ডেলিভারি নয়, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতো এখানেও ব্যাঙ্ক ছাড় ও বিভিন্ন অফার পাওয়া যাবে। OnePlus Nord CE 4 Lite-এর মতো জনপ্রিয় মডেল থেকে শুরু করে iPhone 16e-এর মতো প্রিমিয়াম বিকল্পগুলি উপলব্ধ রয়েছে সুইগি ইন্সটামার্টে।
এই তালিকায় রয়েছে Redmi 14C, Motorola, Oppo, Vivo এবং Realme এর একাধিক স্মার্টফোন। যা ক্রেতাদের বিভিন্ন চাহিদা এবং বাজেটের কথা মাথায় রাখে। এছাড়াও, ICICI ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারী ১১,৪৯৯ টাকার বেশি মোবাইল ফোন অর্ডারে ৫% (৪০০০ টাকা পর্যন্ত) ছাড় পেতে পারেন।
এদিন এই বিষয়ে, প্ল্যাটফর্মের ফোন ডেলিভারি পরিষেবা সম্পর্কে সুইগি ইন্সটামার্টের সিইও অমিতেশ ঝা বলেন, “ভারতীয় ক্রেতারা বিচক্ষণ এবং তারা ঠিক কী চান তা জানেন, এবং এই পরিষেবাটি সেই লক্ষ্য অর্জনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”
চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু…
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক…
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে…
প্রীতি পোদ্দার, করাচি: বহু সমাজমাধ্যম ব্যবহারকারীদের ফিডে এক বা একাধিক রসালো অথবা হাস্যকর পোস্ট আসে,…
রাজ্যের কৃষকদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের (Bengal Crop Insurance) আওতায় ফসলের…
মোবাইলে গেম খেলতে কে না পছন্দ করে। তবে সব ফোন সমান ভাবে গেমিং হ্যান্ডেল করতে…
This website uses cookies.