১০ হাজার টাকার কমে আসছে Samsung Galaxy F06, লঞ্চের আগেই ডিজাইন ও দাম ফাঁস

স্যামসাংয়ের ফোন ভারতে ব্যাপক জনপ্রিয়। ব্র্যান্ডটি প্রতিটি বিভাগে নিয়মিত ডিভাইস আনে। শীঘ্রই F-সিরিজের অধীনে Samsung একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনের নাম রাখা হবে Samsung Galaxy F06 5G। লঞ্চের আগে আজ এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজারে নিশ্চিত করা হয়েছে যে, Galaxy F06 5G ভারতের বাজারে ১০,০০০ টাকারও কম দামে পাওয়া যাবে।

READ MORE:  Samsung Galaxy A06 5G Launched: স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি দশ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‌্যাম সহ লঞ্চ হল | Samsung Galaxy A06 5G Price in India

ভারতে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে নতুন স্যামসাং স্মার্টফোনটি কেনা যাবে। ইতিমধ্যেই এই শপিং সাইটে এর মাইক্রোসাইট লাইভ হয়েছে। এই মাইক্রোসাইটে Samsung Galaxy F06 5G ফোনের ডিজাইন এবং দাম প্রকাশ করা হয়েছে। যদিও এই মুহূর্তে 5G ডিভাইসটির লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

Samsung Galaxy F06 5G এই দামে পাওয়া যাবে

ফ্লিপকার্টের টিজার ইমেজ থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে পিল-আকৃতির মডিউল সহ ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। টিজারে ডিভাইসটিকে আকাশী নীল রঙে দেখা গেছে। আশা করা যায় এটি আরও কয়েকটি রঙে আসতে পারে। পোস্টারে লেখা আছে, ‘আরও দ্রুত এবং আরও স্টাইলিশ, ভারতের নিজস্ব 5G আসছে .. দাম শুরু হবে 9,XXX টাকা থেকে।

READ MORE:  সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, Samsung Galaxy A56, A36 ও A26 আগামী মাসেই বাজারে এন্ট্রি নিচ্ছে

অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ডিভাইসের সর্বোচ্চ দাম ৯,৯৯৯ টাকা হতে পারে এবং এটি ব্যাঙ্ক কার্ড বা অন্যান্য অফারের পরে আরও কম দামে কেনা যাবে। যদিও মাইক্রো সাইট থেকে ডিভাইসের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুসারে, এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরের সাথে আসতে পারে এবং এতে ৪ জিবি র‌্যাম পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  তিন বছর পর বাজারে ফিরছে শাওমির এই ফোন, তুঙ্গে জল্পনা

Scroll to Top