১০ হাজার টাকার চালান ও ৬ মাসের জেল! পরিবর্তিত ট্রাফিক আইন, জেনে নিন নতুন জরিমানার হার
প্রতিদিন অসংখ্য মানুষ নানা অজুহাতে ট্রাফিক আইন ভঙ্গ করেন। কিন্তু এই নিয়ম লঙ্ঘনের ফলে কী শাস্তি হতে পারে, তা এখন সবারই জানা। এবার সেই শাস্তির পরিমাণ আরও বাড়িয়েছে সরকার। নতুন ট্রাফিক আইন অনুযায়ী, নিয়ম ভাঙলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
যদি কেউ হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালান, তবে তাঁকে ১,০০০ টাকা জরিমানা গুনতে হবে। সেইসাথে, চালকের ড্রাইভিং লাইসেন্স ৩ মাসের জন্য বাতিল হতে পারে। একই নিয়ম সিটবেল্ট না পরার ক্ষেত্রেও প্রযোজ্য।
আগে মোবাইল ফোন ব্যবহারের জন্য জরিমানা ছিল মাত্র ৫০০ টাকা, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ৫,০০০ টাকা জরিমানা গুনতে হবে।
– ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫,০০০ টাকা।
– ইন্সুরেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ২,০০০ টাকা।
– দূষণ শংসাপত্র (PUC) না থাকলে জরিমানা ১০,০০০ টাকা এবং ৬ মাসের জেল হতে পারে।
– বাইক বা স্কুটিতে তিনজন বসলে জরিমানা ১,০০০ টাকা।
– বিপজ্জনক ড্রাইভিং করলে জরিমানা ৫,০০০ টাকা।
– যদি কোনও চালক **অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহনকে পথ না দেন, তবে জরিমানা ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
নতুন ট্রাফিক আইন চালু হওয়ার পর থেকে জরিমানা অনেক বেড়ে গেছে। তাই ট্রাফিক আইন মেনে চলাই হবে সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ।
সুমন পাত্র, কলকাতা: Amazon নিয়ে এসেছে স্পেশাল সেল Electronics Premier League Sale। এই সেলে ব্র্যান্ডেড…
সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের…
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো…
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার…
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে মার্চ, শনিবার। শনিদেবের কৃপায় কেমন যাবে আপনার দিনটি? আজকের রাশিফল…
This website uses cookies.