লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৫১ টাকায় ৩০ দিন, ২ জিবি পর্যন্ত নেট, আর কোথায় পাবেন! বাজার কাঁপাচ্ছে BSNL রিচার্জ প্ল্যান

Published on:

ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে BSNL। বাজার ধরে রাখতে একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান আনছে কোম্পানি। বেসরকারি টেলিকম অপারেটরদের তুলনায় অনেক সস্তায় পরিষেবা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। যারা মাস গেলে রিচার্জের পিছনে একগাদা টাকা খরচ করেন, তাদের জন্য কোম্পানির নয়া প্রিপেইড প্ল্যান ভালো বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক।

BSNL ১৫১ টাকার প্ল্যান : স্বল্পমেয়াদী এবং উচ্চ ডেটা প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ৩০ দিন। মোট ৪০ জিবি ডেটা পাওয়া যাবে। তবে কলিং এবং এসএমএস অন্তর্ভুক্ত নেই। ডেটা ভাউচার হিসাবে এটি একটি দারুন রিচার্জ প্ল্যান। যাদের স্বল্পমেয়াদী ডেটা প্রয়োজন তারা এটি বিবেচনা করতে পারেন। তবে, এই প্ল্যানটি রিচার্জ করার আগে ব্যবহারকারীদের আরেকটি সক্রিয় বেস প্ল্যান থাকতে হবে।

READ MORE:  একেই বলে সস্তা, মাত্র ১৪৭ টাকা থেকে দুর্দান্ত ভয়েস অনলি রিচার্জ প্ল্যান আনল BSNL

BSNL ১৯৮ টাকার প্ল্যান : ৪০ দিন, দৈনিক ২ জিবি ডেটা

এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৪০ দিন। পাওয়া যাবে দৈনিক ডেটা ২ জিবি। ডেটা লিমিট শেষ হলে গতি হবে ৪০ Kbps।
এই প্ল্যানে কলিং এবং এসএমএস অন্তর্ভুক্ত নেই। ১৯৮ টাকার প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য ভালো, যাদের নিয়মিত দৈনিক ডেটা ব্যবহারের প্রয়োজন।

READ MORE:  OTT Apps: Jio কে টেক্কা Airtel এর, মাত্র ১০ টাকা বেশিতে বিনামূল্যে ২২ ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন

BSNL ৪১১ টাকার প্ল্যান: ৯০ দিনের মেয়াদ

এই প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৯০ দিন। তিন মাস মোট ১৮০ জিবি (প্রতিদিন ২ জিবি) ডেটা পাওয়া যাবে। কলিং এবং এসএমএস এর সুবিধা নেই। এই ৪১১ টাকার প্ল্যানটি তার বিভাগে সবচেয়ে সাশ্রয়ী দীর্ঘমেয়াদী প্ল্যান। প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে, এই রিচার্জ প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ যাদের কলিং বৈশিষ্ট্যের অতিরিক্ত খরচ ছাড়াই নির্দিষ্ট ডেটা সরবরাহের প্রয়োজন।

READ MORE:  BSNL 4G: BSNL এর থেকে মুখ ফেরানো শুরু গ্রাহকদের, এক মাসে হারালো তিন লাখ গ্রাহক | Bsnl lost 3 lakhs subscribers

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.