১৫ হাজার টাকার কমে ৮ জিবি র্যাম সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, Samsung, Realme-র সেরা ফোন
Realme, Samsung, Poco এবং Motorola-র মতো ব্র্যান্ড বর্তমানে ৮ জিবি র্যাম সহ একাধিক স্মার্টফোন বাজারে আনছে। তবে স্বাভাবিকভাবেই এই ধরনের ডিভাইসের দাম বেশি। যদিও ই-কমার্স সাইট অ্যামাজন বেশ কিছু মডেলের উপর এখন ডিসকাউন্ট দিচ্ছে। যার ফলে ১৫ হাজার টাকার কমে ৮ জিবি র্যামের ফোন কিনে নিতে পারবেন। আসুন কম দামে বেশি র্যামের কোন কোন স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ এসেছে। এই হ্যান্ডসেটে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর দাম শুরু হয়েছে ১২,৪৯৯ টাকা থেকে। এর সাথে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
রিয়েলমি নারজো এন৬৫ ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে। এতে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনটির দাম শুরু হচ্ছে ১১,৪৯৮ টাকায়। এর সাথেও ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এটি মাসিক ৫৫৭ টাকা কিস্তিতে কেনা যাবে।
POCO X6 Neo 5G স্মার্টফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এই ফোনের পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এর দাম ১১,৯৯৯ টাকা। এটি মাসিক ৫৮২ টাকার কিস্তিতে কেনা যাবে।
Motorola G45 5G স্মার্টফোনটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। অ্যামাজনে এই স্মার্টফোনের দাম ১১,৭৯৯ টাকা। মাসিক ৫৭১ টাকার কিস্তিতে ফোনটি কেনা যাবে অ্যামাজন থেকে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
ভারতীয় রেলে ভুয়া টিকিট পরীক্ষকদের (TTE) প্রতারণা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন প্রযুক্তি ও নিয়ম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
This website uses cookies.