লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৬০ কিমি গতিতে হাওড়া থেকে দিল্লি অবধি ছুটবে বন্দে ভারত স্লিপার! জানুন ভাড়া ও সময়সূচী

Published on:

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে আসতে চলেছে সে মাহেন্দ্রক্ষণ, যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সকলে বিশেষ করে ট্রেনপ্রেমীরা। অবশেষে হাওড়া-দিল্লি রুটে ছুটতে চলেছে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারতীয় রেলওয়ে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে। এদিকে দিল্লি থেকে হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটি রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পরে তৃতীয় প্রিমিয়াম ট্রেন হবে যদি চালু হয়। এদিকে এই ট্রেন চালু হওয়ার খবর চাউর হতেই রেল প্রেমীদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এমনিতে যত সময় এগোচ্ছে ততই রেল যাত্রীদের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ততই জনপ্রিয়তা লাভ করছে। সব জায়গায় আরও বেশি বেশি করে এই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠছে রেলের কাছে। এদিকে সকলের সেই চাহিদার কথা মাথায় রেখে রেলও এখন আরও বেশি করে বন্দে ভারত চালাচ্ছে। তবে এসবের মাঝেই এখন খবর মিলছে যে, শীঘ্রই ভারতীয় রেলওয়ে দিল্লি এবং হাওড়া সহ বিভিন্ন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করবে। এই দাবিও দীর্ঘদিন ধরে উঠছিল যাত্রীদের তরফে।

READ MORE:  ISL 2024-25: ISL সেমিফাইনালের আগে সুখবর মোহনবাগানে, দলে ফিরছেন তুখড় প্লেয়ার? | Star Defender May Return To Mohun Bagan Before Semi

সূত্রের খবর, দিল্লি এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি ১৫ ঘন্টারও কম সময়ে ১৪৪৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে। এই নিয়ে সম্প্রতি ট্রায়াল রানও করেছে রেল। যাইহোক, একবার চালু হলে, বন্দে ভারত স্লিপার হবে এই রুটের দ্রুততম ট্রেন, তারপরে তালিকায় আসবে রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেস।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সম্ভাব্য স্টপেজ কী কী হতে পারে?

এবার জেনে নেওয়া যাক নতুন ট্রেনটির সম্ভাব্য রুট কী কী হতে পারে? রেল সূত্রে খবর, নয়াদিল্লি এবং হাওড়ার মধ্যে যাত্রার সময়, বন্দে ভারত স্লিপার ট্রেনটি কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, গয়া জংশন, ধনবাদ জংশন এবং আসানসোল জংশন সহ প্রধান স্টেশনগুলিতে থামতে পারে।

READ MORE:  POMIS: আপনার স্ত্রীর সাথে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন, ঘরে বসে বছরে পাবেন ১.১১ লাখ টাকা

ভাড়া কত?

এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেটা হল ট্রেনটির ভাড়া কত হতে পারে সে ব্যাপারে। রেল সূত্রে খবর, নয়াদিল্লি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৬টি কোচ থাকবে। এগুলিতে ১১টি এসি ৩ টিয়ার কোচ, ৪টি এসি ২ টিয়ার কোচ এবং ১টি প্রথম শ্রেণীর এসি কোচ থাকবে। এসি ৩ টিয়ার কোচে ভাড়া প্রায় ৩০০০ টাকা, এসি ২ টিয়ার কোচের ভাড়া প্রায় ৪০০০ টাকা এবং এসি প্রথম শ্রেণীর ভাড়া প্রায় ৫১০০ টাকা হতে পারে।

READ MORE:  Gold And Silver Price Today: ইদের দিন ফের চড়ল সোনার দাম, সুখবর দিচ্ছে রুপো! দেখুন আজকের রেট | Gold, Silver Price

নিশ্চয়ই ভাবছেন যে ট্রেনের টাইমিং কী হবে? নয়াদিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি নয়াদিল্লি থেকে প্রায় ৫:০০ টায় ছেড়ে যাবে এবং হাওড়া জংশনে সকাল ৮:০০ টায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফিরতি পথে ট্রেনটি হাওড়া জংশন থেকে বিকেল ৫টার দিকে ছেড়ে পরের দিন সকাল ৮টার দিকে রাজধানীতে পৌঁছাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.