লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১৬০ কিমি বেগে ছুটবে ট্রেন! হাওড়া থেকে দিল্লি পৌঁছানো হবে আরও দ্রুত, সফল ট্রায়াল সম্পন্ন

Published on:

নয়া দিশা দেখাচ্ছে ভারতীয় রেল—এবার হাওড়া থেকে দিল্লি পৌঁছানো যাবে আরও দ্রুত, আর তাও ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ট্রেনে! সম্প্রতি এই উচ্চগতিসম্পন্ন ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে দিল্লি-হাওড়া রুটে। ফলে দীর্ঘ রেলপথে যাত্রা করতে যাঁরা সময় বাঁচাতে চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর।

✅ দ্রুতগতির দিকে এগোচ্ছে রেল: সফল ট্রায়াল সম্পন্ন
শুক্রবার দিনদয়াল উপাধ্যায় জংশন থেকে ধানবাদ পর্যন্ত কোডারমা হয়ে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ১৬০ কিমি/ঘণ্টা গতিতে চালানো হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে রেল আধিকারিকদের একটি দল। এই ট্রায়ালের উদ্দেশ্য ছিল ট্র্যাকের গতি সহনশীলতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত প্রস্তুতি যাচাই করা।

READ MORE:  Maha Kumbh 2025: ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা, বাতিল VVIP পাস, বদলাচ্ছে পুণ্য স্নানের জায়গা! ৫ নিয়ম বদল মহাকুম্ভে | VVIP Pass cancelled 5 Things Changed in Maha Kumbh Mela 2025 after Stampede Incident

🧱 নিরাপত্তায় বাড়তি গুরুত্ব, রেলক্রসিংও সাময়িকভাবে বন্ধ
ট্রায়ালের সময় দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ধানবাদ পর্যন্ত রেলক্রসিংগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রেললাইনের পাশে কংক্রিটের দেওয়াল তৈরি করে নিশ্চিত করা হয়, যেন কোনও প্রাণী, মানুষ বা যানবাহন লাইনের আশেপাশে না আসে। এটি বিশেষত এই গতির ট্রেনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি।

🔧 রুটের উন্নয়নে বড় পদক্ষেপ, উপকৃত হবেন যাত্রীরা
দীর্ঘ ১,৫২৫ কিলোমিটার দীর্ঘ দিল্লি-হাওড়া রুটে বর্তমানে দুরন্ত, রাজধানী, বন্দে ভারত এবং অন্যান্য মেইল-এক্সপ্রেস ট্রেনগুলি চলছে সর্বোচ্চ ১৩০ কিমি গতিতে। রেলের এই পদক্ষেপ সেই গতি বাড়িয়ে ১৬০ কিমিতে রূপান্তর করবে। এতে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

READ MORE:  মাত্র কয়েক মিনিটে আধার কার্ডের মাধ্যমে খুলুন অ্যাকাউন্ট, নতুন সুবিধা নিয়ে এল সরকারি ব্যাংক!

এই রুটে সবচেয়ে বড় অংশ উত্তর মধ্য রেলওয়ে বিভাগে, যার দৈর্ঘ্য প্রায় ৭৫১ কিমি। সেই অংশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে, দ্রুতগামী ট্রেন চালানো ছাড়াও নিরাপত্তা, ট্র্যাক স্থায়িত্ব এবং যাত্রী অভিজ্ঞতার দিকেও নজর দেওয়া হচ্ছে।

🚫 ট্রায়াল সফল করতে বাতিল একাধিক ট্রেন
ট্রায়াল চলাকালীন নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। এই ট্রেনগুলি মূলত চক্রধরপুর রেলওয়ে ডিভিশন দিয়ে যাতায়াত করে।

🛑 বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা:
১২ ও ১৯ এপ্রিল – ২২৮০৫ ভুবনেশ্বর-আনন্দ বিহার এক্সপ্রেস

১৪ ও ২১ এপ্রিল – ২২৮০৬ আনন্দ বিহার-ভুবনেশ্বর এক্সপ্রেস

READ MORE:  DA বেড়েছে, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে ১৯,০০০! সুখবর আসতে পারে শীঘ্রই

১৩–২৩ এপ্রিল – ১৮১২৫ রাউরকেল্লা-পুরী এক্সপ্রেস

১৪–২৪ এপ্রিল – ১৮১২৬ পুরী-রাউরকেল্লা এক্সপ্রেস

১৪–২২ এপ্রিল – ১৮১১৭ রাউরকেল্লা-গুণুপুর এক্সপ্রেস

১৫–২৩ এপ্রিল – ১৮১১৮ গুণুপুর-রাউরকেল্লা এক্সপ্রেস

১৩–২৩ এপ্রিল – ০২৮৩২ ভুবনেশ্বর-ধানবাদ স্পেশাল

১৪–২৪ এপ্রিল – ০২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল

✨ উপসংহার: সময় বাঁচবে, নিরাপত্তা বাড়বে
রেলপথে গতি বৃদ্ধির এই উদ্যোগ যাত্রীদের সময় সাশ্রয় করবে এবং যাত্রার মান আরও উন্নত করবে। পাশাপাশি, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তায় জোর দিয়ে রেল যে আগামীদিনের দিকে আরও আধুনিক হচ্ছে, তা একথায় বলা যায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.