১৮৯ টাকার জনপ্রিয় প্ল্যান ফিরিয়ে আনলো জিও, এবার রিচার্জের খরচ অর্ধেক
রিলায়েন্স জিও আবারো তাদের গ্রাহকদের জন্য দারুন একটি সুখবর নিয়ে আসলো। সম্প্রতি জিও তাদের ৪৪৮ টাকা রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে ৪৪৫ টাকা করে দিয়েছে। এছাড়াও কোম্পানি তার জনপ্রিয় ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান পুনরায় চালু করেছে। এই পদক্ষেপের ফলে অন্যান্য টেলিকম কোম্পানিগুলি যেমন- এয়ারটেল, BSNL এবং Vi এর মধ্যে প্রতিযোগিতা আরো কঠিন হয়ে পড়েছে।
রিলায়েন্স জিওর নতুন ৪৪৫ টাকার প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-
এছাড়াও গ্রাহকরা Jio TV ও Jio Cloud পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
রিলায়েন্স জিও সম্প্রতি তাদের জনপ্রিয় ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান পুনরায় ফিরিয়ে এনেছে। এই প্ল্যানটি মূলত ‘affordable packs’-এর ‘ভ্যালু’ সেকশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে পরিষেবা উপভোগ করতে পারবেন।
জিও সম্প্রতি ৪৪৮ টাকার একটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যান চালু করেছিল। যেখানে ডেটার কোনরকম পরিষেবা নেই। একই মূল্যের প্ল্যান থাকায় গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে এবং পরিষেবাকে আরো সহজলভ্য করতে জিও ৪৪৮ টাকার আসল প্ল্যানের দাম কমিয়ে ৪৪৫ টাকা করে দিয়েছে।
জিও তার গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করে থাকে। ৪৪৫ টাকার এই নতুন রিচার্জ প্ল্যান ডেটা, কলিং এবং OTT প্লাটফর্মের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় একটি প্ল্যান হতে চলেছে। তবে এয়ারটেল এবং BSNl এর এর মত প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.