২০০ মেগাপিক্সেল ক্যামেরার Xiaomi 15 Ultra সহ iQOO Neo 10R, আজ লঞ্চ হচ্ছে এই তিনটি দুর্ধর্ষ ফিচারের ফোন
আজ ভারতে লঞ্চ হতে চলেছে তিনটি শক্তিশালী স্মার্টফোন, যাদের নাম iQOO Neo 10R, Xiaomi 15 ও Xiaomi 15 Ultra। তাই এই মুহূর্তে আপনি যদি একটি ভালো ও চমৎকার ফিচারের নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে এগুলি বিবেচনা করতে পারেন। শাওমি ইন্ডিয়ার ফ্যানদের জন্য এটি একটি বড় দিন কারণ সংস্থাটি আজ ভারতে বহু প্রতীক্ষিত Xiaomi 15 সিরিজ লঞ্চ করছে। এই সিরিজটি দুর্দান্ত ফটোগ্রাফি ফিচার অফার করবে। এদিকে, iQOO Neo 10R সেগমেন্টের দ্রুততম ফোন হবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে।
আইকো নিও ১০আর অ্যামাজন ইন্ডিয়া এবং iQOO.com থেকে কেনা যাবে। এই ফোনটি ৩০,০০০ টাকার কম দামের সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী ডিভাইস হবে। এটি রেসিং ব্লু এবং মুনলাইট টাইটানিয়াম এই দুটি কালারে পাওয়া যাবে।
গ্লোবাল মার্কেটে Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra যথাক্রমে ৯৯৯ ইউরো (প্রায় ৯৫,০০০ টাকা) এবং ১,৪৯৯ ইউরোতে (প্রায় ১,৪২,০০০ টাকা) লঞ্চ হয়েছিল। ভারতে দাম কিছুটা কম থাকবে। ফোনগুলি অ্যামাজন, mi.com/in এবং শাওমির রিটেইল পার্টনারদের মাধ্যমে পাওয়া যাবে। আল্ট্রা মডেলের সাথে ফটোগ্রাফি কিট, লিজেন্ড এডিশন (হ্যান্ডস-অন), আলাদাভাবে কেনা যায়। শোনা যাচ্ছে, ভারতে এর দাম রাখা হবে ১৩,৯০০ টাকা।
আইকো নিও ১০আর ফোনে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকবে যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ। আইকো দাবি করেছে যে এটি এই সেগমেন্টের দ্রুততম ফোন, যার AnTuTu বেঞ্চমার্ক সাইটে ১.৭ মিলিয়নেরও বেশি স্কোর করেছে। এতে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, যা ২০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে ও ৬৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ফানটাচ ওএসে চলবে। এতে ৩ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Xiaomi 15 ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩৬ ইঞ্চি 8T LTPO AMOLED স্ক্রিন আছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ বিল্ট-ইন স্টোরেজ। এই স্মার্টফোনে লাইকা-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার সেটআপ বর্তমান, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেল সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ৫২৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
শাওমি ১৫ আল্ট্রা ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটেথ ৬.৭৩ ইঞ্চি WQHD+ কোয়াড কার্ভড LTPO AMOLED ডিসপ্লে আছে। আল্ট্রা মডেলটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। ক্যামেরা মডিউলে ১ ইঞ্চি টাইপ এলওয়াইটি -৯০০ সেন্সর সহ ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ টেলিফটো ক্যামেরা এবং ৪.৩x অপটিক্যাল জুম সহ ২০০ মেগাপিক্সেল আইএসওসেল এইচপি৯ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.