২০ হাজার টাকা ডিসকাউন্ট, Flipkart সেলে অনেক সস্তায় iPhone 16 Pro থেকে iPhone 15

শুরু হতে চলেছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেল। ৭ তারিখ থেকে সবার জন্য এই সেল শুরু হবে এবং চলবে ১৩ মার্চ পর্যন্ত। তবে প্লাস মেম্বাররা ৬ মার্চ সন্ধ্যা ৭টা থেকে Flipkart Big Saving Days সেলের অফারের ফায়দা ওঠাতে পারবেন। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে বাম্পার ডিসকাউন্টে। এই সময়ে আপনি যদি আইফোন কিনতে চান তাহলেও লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে iPhone 13 থেকে iPhone 16 কম দামে পাওয়া যাবে। আইফোন ১৬ মডেলটি লঞ্চের সময়ের চেয়ে প্রায় ২০ হাজার টাকা কমে বিক্রি হবে। ফ্লিপকার্ট ইতিমধ্যেই আইফোনের উপর ডিলগুলি প্রকাশ করেছে। আসুন কোন মডেলের সাথে কি অফার আছে দেখে নেওয়া যাক।

Flipkart Big Saving Days সেলে আইফোনে অফার

iPhone 16

READ MORE:  Poco X6 Neo 5G: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco ফোনের সাথে ৫০০০ টাকা ছাড়, জলের দরে কিনুন | Poco X6 Neo 5G Discount Offer

আইফোন ১৬ মডেলটি Apple এর অফিসিয়াল সাইটে ৭৯,৯০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে। এই মূল্য ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে ফ্লিপকার্ট বিগ শপিং ডেজ সেলে এটি ৫৯,৯৯৯ টাকা থেকে কেনা যাবে। অর্থাৎ সেল উপলক্ষে ১৯,৯০১ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। ডিভাইসটি অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্টের সাথে এসেছে। এতে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। সাথে পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এ১৮ বায়োনিক চিপসেট।

iPhone 16 Plus

iPhone 16 Plus মডেলটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট Apple এর অফিসিয়াল সাইটে ৮৯,৯০০ টাকায় তালিকাভুক্ত। তবে ফ্লিপকার্ট সেল চলাকালীন এটি ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এখানেও ১৯,৯০১ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতেও অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে। এই স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। পাশাপাশি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এ১৮ বায়োনিক চিপসেট উপস্থিত।

READ MORE:  Vivo X200 Pro Mini: চীনের বিপুল জনপ্রিয় স্মার্টফোন আসছে ভারতে, ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে | Vivo X200 Pro Mini India Launch Date

iPhone 16 Pro Max

অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে iPhone 16 Pro Max এর বেস মডেল অর্থাৎ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৪৪,৯০০ টাকা। যদিও Flipkart Big Saving Days সেলে এই মডেলটি ১,২৬,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ সেল চলাকালীন ফোনটি ১৭,৯০১ টাকা কম দামে পাওয়া যাবে। এতে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট সহ ৬.৯ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এছাড়াও পাওয়া যাবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এ১৮ প্রো বায়োনিক চিপসেট।

iPhone 16 Pro

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে iPhone 16 Pro মডেলটি ১৬,০০০ টাকা কমে কেনা যাবে। Apple এর অফিসিয়াল সাইটে এর দাম শুরু হয়েছে ১,১৯,৯০০ টাকা থেকে। তবে ফ্লিপকার্টে, এই মডেলটি ১,০৩,৯৯৯ টাকায় বিক্রি হবে। অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট সহ আসা এই আইফোনে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এ১৮ প্রো বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে।

READ MORE:  iPhone 16e Launched: কোটি কোটি ভক্তের অপেক্ষা সার্থক! বাজার কাঁপিয়ে সবচেয়ে সস্তায় লঞ্চ হল iPhone 16e | iPhone 16e Price in India

iPhone 15

iPhone 15 মডেলটি Apple এর অফিসিয়াল সাইটে ৬৯,৯০০ টাকা থেকে পাওয়া যায়। এই মূল্য ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। কিন্তু ফ্লিপকার্টে, এই মডেলটি সেল চলাকালীন ৫৯,৯৯৯ টাকা থেকে কেনা যাবে। অর্থাৎ সেলে ৯,৯০১ টাকা ছাড় পাওয়া যাবে। এতে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এ১৬ বায়োনিক চিপসেট।

Scroll to Top