২৭ হাজার টাকা ডিসকাউন্ট, সবচেয়ে সস্তা এই ফোল্ডেবল ফোনে আছে সেরা ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা
আপনি যদি সবচেয়ে কম দামে ফোল্ডেবল ফোন কিনতে চান তাহলে সুখবর। আসলে এই মুহূর্তে একটি ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ২৭,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের নাম Tecno Phantom V Flip 5G 2023। এটি বর্তমানে ভারতের সবচেয়ে সস্তা ফ্লিপ ফোল্ড ফোন। যারা সবচেয়ে কম দামে ফোল্ডেবল ডিভাইসের অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটি একটি সেরা বিকল্প হতে পারে। আর ফোনটির ডিজাইন শুধু সুন্দর নয়, এতে অনেক দুর্দান্ত ফিচারও রয়েছে।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ২০২৩ ভারতে লঞ্চের সময় এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল ৫৪,৯৯৯ টাকা। তবে বর্তমানে অ্যামাজনে এটি ২৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই দামে শুধুমাত্র ফোনের আইকনিক ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ, কোনও ব্যাঙ্ক বা এক্সচেঞ্জ অফার ছাড়াই ডিভাইসটি লঞ্চের মূল্যের চেয়ে ২৭,০০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।
অ্যামাজন এর সাথে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। পাশাপাশি আপনার যদি এক্সচেঞ্জ করার জন্য একটি পুরানো ফোন থাকে তাহলে ২৬,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরোনো ডিভাইসের কন্ডিশন, মডেল এবং ব্র্যান্ডের ওপর। এটি আইকনিক ব্ল্যাক এবং মিস্টিক ডন, এই দুটি কালারে এসেছে।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনে আছে ১.৩২ ইঞ্চি রাউন্ড অ্যামোলেড কভার স্ক্রিন এবং ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) রেজোলিউশনের ফ্লেক্সিবল অ্যামোলেড মেইন স্ক্রিন। কভার স্ক্রিনে অলওয়েজ অন ডিসপ্লে মোড আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি LPDDR4X র্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে, সঙ্গে ২৫৬ জিবি ইউএফএস ৩.১ বিল্ট-ইন স্টোরেজ সহ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৪০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
This website uses cookies.