লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২৮ দিনের ফেব্রুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, কোন কোন তারিখে জেনে নিন

Updated on:

ব্যাংক সম্পর্কিত জরুরি কোনও কাজ, যেগুলি সময় সাপেক্ষ সেগুলি দ্রুত মিটিয়ে ফেলুন। কারণ ফেব্রুয়ারিতে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। জানুয়ারিতে অনেকগুলি ছুটি থাকায় অনেকেই ব্যাংকিং কাজ সেরে উঠতে পারেননি। সেই কাজ যদি ফেব্রুয়ারিতে করার পরিকল্পনা থাকে, তাহলে এই তারিখগুলি এড়িয়ে চলুন। চলুন দেখে নেওয়া যাক আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির ব্যাংকের ছুটির তালিকা।

মূলত, ফেব্রুয়ারিতে জাতীয় ও রাজ্য স্তরে একাধিক পুজো-পার্বণ রয়েছে যে কারণে বন্ধ থাকবে ব্যাংক। যেমন – সরস্বতী পুজো, থাই পুসম, গুরু রবি দাস জয়ন্তী, ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী, এবং মহাশিবরাত্রি। সবমিলিয়ে সপ্তাহান্তে ৬টি ছুটি এবং উৎসব সম্পর্কিত ৮টি ছুটি রয়েছে। যার ফলে আরবিআই ক্যালেন্ডার অনুসারে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।

READ MORE:  Honda, TVS বা Bajaj নয়, মানুষ এই কোম্পানির দুচাকার গাড়ি বেশি পছন্দ করছে

ফেব্রুয়ারিতে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে –

২ ফেব্রুয়ারি : রবিবারের কারণে দেশজুড়ে ব্যাংক ছুটি থাকবে।

৩ ফেব্রুয়ারি : সরস্বতী পূজা উদযাপনে ব্যাংক বন্ধ থাকবে।

৮ ফেব্রুয়ারি : মাসের দ্বিতীয় শনিবার মানে সারা দেশে ব্যাংক ছুটি।

৯ ফেব্রুয়ারি : রবিবার ভারতের সকল ব্যাংক বন্ধ থাকবে।

১১ ফেব্রুয়ারি : চেন্নাইতে, থাই পুজোর জন্য ব্যাংক বন্ধ থাকবে।

READ MORE:  Betavolt BV100 Battery: লঞ্চ হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি, ফুল চার্জে চলবে 50 বছর | How does Betavolt nuclear battery work

১২ ফেব্রুয়ারি : গুরু রবি দাস জয়ন্তীর সম্মানে শিমলায় ব্যাংক বন্ধ থাকবে।

১৫ ফেব্রুয়ারি : লুই-নাগাই-নি উৎসবের জন্য ইম্ফলের ব্যাংক বন্ধ থাকবে।

১৬ ফেব্রুয়ারি : রবিবার পড়েছে মানে ব্যাংক বন্ধ থাকবে।

১৯ ফেব্রুয়ারি : ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী উপলক্ষে বেলাপুর, মুম্বাই এবং নাগপুরের ব্যাংক বন্ধ থাকবে।

২০ ফেব্রুয়ারি : রাজ্য দিবস উদযাপন উপলক্ষে আইজল এবং ইটানগরের ব্যাংক বন্ধ থাকবে।

READ MORE:  মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক! দেখে নিন একনজরে RBI-র ছুটির তালিকা

২২ ফেব্রুয়ারি : মাসের চতুর্থ শনিবার পড়ায় দেশজুড়ে ব্যাংক ছুটি থাকবে।

২৩ ফেব্রুয়ারি : রবিবার, যার অর্থ সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

২৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষে ছুটি পালন করা হবে। এবং আহমেদাবাদ, আইজল, মুম্বাই এবং কানপুরে বন্ধ থাকবে।

২৮ ফেব্রুয়ারি : লোসার উপলক্ষে গ্যাংটকের ব্যাংক বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.