৩১ মার্চ ছুটি থাকলেও ব্যাঙ্ক খোলা থাকবে, RBI-এর নির্দেশে বদলে গেল নিয়ম
এই বছর ৩১ মার্চ নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে কোনও অসুবিধা এড়াতে, আরবিআই ঘোষণা করেছে যে দেশের সমস্ত ব্যাঙ্ক ৩১ মার্চ খোলা থাকবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্ককে জানানো হয়েছে, যাতে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
৩১ মার্চ ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন। সাধারণত, এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকত, তবে এর গুরুত্বের কারণে, আরবিআই তাদের খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ৩১ মার্চ সোমবার পড়ে এবং আরবিআই নিশ্চিত করতে চায় যে নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে সমস্ত প্রয়োজনীয় কাজ সময়মতো সম্পন্ন করা হয়।
এই বছর, ইদ-উল-ফিতর ৩১ মার্চ, যা ভারত জুড়ে পালিত একটি প্রধান উৎসব। ঐতিহ্যগতভাবে, ইদের জন্য জাতীয় ছুটি থাকবে, তবে আরবিআইয়ের সিদ্ধান্তের অর্থ হল উৎসব সত্ত্বেও সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। এর ফলে সরকারি কর, আয়কর, জিএসটি এবং অন্যান্য শুল্কের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি বিলম্ব ছাড়াই সম্পন্ন হবে।
৩১ মার্চ, সরকারি কর প্রদান, আয়কর দাখিল, শুল্ক ও আবগারি শুল্ক এবং অন্যান্য সম্পর্কিত কাজ সহ সমস্ত প্রয়োজনীয় আর্থিক কাজ সম্পন্ন করা হবে। উপরন্তু, সরকারি কর্মচারীদের জন্য সরকারি পেনশন, বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার অর্থ প্রদান নিয়ে আলোচনা এবং সম্পন্ন করা হবে। আরবিআই নিশ্চিত করেছে যে ওই দিনে সরকারি প্রকল্প সম্পর্কিত সমস্ত অ্যাকাউন্ট চূড়ান্ত করা হবে।
মনে রাখবেন, যদিও ৩১ মার্চ সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে, তবে ১ এপ্রিল বন্ধ থাকবে। তবে, অনলাইন ব্যাঙ্কিং কার্যক্রমে কোনও বিলম্ব না হওয়ার বিষয়টি নিশ্চিত করে ৩১ মার্চের মধ্যে সমস্ত ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা সম্পন্ন করা হবে।
বলা বাহুল্য, ইদ-উল-ফিতরের ছুটি থাকা সত্ত্বেও, ৩১শে মার্চ সমস্ত ব্যাঙ্ক খোলা রাখার আরবিআইয়ের সিদ্ধান্ত, সমস্ত আর্থিক কাজ সময়মতো সম্পন্ন করা নিশ্চিত করতে সহায়তা করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করতে চান? মোটা অঙ্কের লোভে চটজলদি কোনও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করলেন বিরাট কোহলি (Virat Kohli)! সম্প্রতি BCCI-র…
পড়ে গিয়েছে গরম। শরীর ঠান্ডা রাখতে বৃদ্ধি পাচ্ছে এসির ব্যবহার। কিন্তু, এই যন্ত্র ব্যবহারের সময়…
স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান অনেকেই, কিন্তু সঠিক আইডিয়া খুঁজে পান না। গরমকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার বিষয়ে কিছুই জানতেন না অভিজ্ঞ ভারতীয় তারকা…
Tecno শীঘ্রই Spark 40 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে সংস্থার তরফে এখনও কোনও লঞ্চের…
This website uses cookies.