৩১ মার্চ শেষ সুযোগ, SBI-র ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে ঘরে আনুন ৪০,০০০ টাকা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের ভবিষ্যতের কথা চিন্তা করে গত বছরই অমৃত বৃষ্টি নামক একটি আকর্ষণীয় সঞ্চয়ী স্কিম নিয়ে হাজির হয় ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)। 2024 সালের 16 জুলাই চালু হওয়া এই দুর্দান্ত স্কিমটি প্রতিযোগিতামূলক সুদের হার এবং সিনিয়র সিটিজেনদের একচেটিয়া সুবিধা প্রদান করে।
জানা যাচ্ছে, আমানতকারীরা যদি এই স্কিমে টাকা রাখেন সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুদের হারের ওপর ভিত্তি করে মেয়াদ শেষে মোটা অঙ্কের অর্থ ঘরে তুলতে পারবেন। সূত্রের খবর, SBI তাদের এই নয়া ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ঘোষণা করেছে। কাজেই সুযোগ হাতছাড়া হওয়ার আগে এই স্কিমে বিনিয়োগ করতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
গত বছরের জুলাইয়ে চালু হওয়া ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্কিম আসলে একটি ফিক্সড ডিপোজিট স্কিম। 444 দিনের মেয়াদ যুক্ত এই FD স্কিমটিতে বিনিয়োগ করে বার্ষিক 7.25 শতাংশ সুদ পান সাধারণ গ্রাহকরা। তবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক তাদের এই স্কিমে 7.75 শতাংশ বার্ষিক সুদ প্রদান করে। যার দরুণ নির্দিষ্ট অর্থের ওপর উচু সুদের হার উপভোগ করতে পারেন গ্রাহকরা।
এই স্কিমটি মূলত গার্হস্থ্য খুচরো মেয়াদি আমানতে 3 কোটি টাকার নিচে। নতুন আমানতের পাশাপাশি চালু রয়েছে এমন আমানতের পুনর্নবীকরণেও এই স্কিম প্রযোজ্য। এছাড়াও মেয়াদি আমানত এবং বিশেষ মেয়াদি আমানত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বলে রাখা ভাল এই স্কিমের মধ্যে রেকারিং ডিপোজিট থেকে শুরু করে ট্যাক্স-সেভিংস ডিপোজিট, অ্যানুইটি ডিপোজিট, মাল্টি-অপশন ডিপোজিট (MODs), ক্যাপিটাল লাভ স্কিম, সিনিয়র সিটিজেনদের NRI ডিপোজিট অন্তর্ভুক্ত নয়।
SBI জানিয়েছে, অমৃত বৃষ্টি স্কিমে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ন্যূনতম 1000 টাকা দিয়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে এই স্কিমের ক্ষেত্রে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। রিপোর্ট বলছে, এই স্কিমে যদি 444 দিনের মেয়াদে নির্দিষ্ট অর্থ রাখা যায় সেক্ষেত্রে মেয়াদ শেষে প্রতিযোগিতামূলক সুদের ওপর ভিত্তি করে মোটা টাকা হাতে আসবে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনও গ্রাহক 444 দিনের পূর্ণ মেয়াদে স্টেট ব্যাঙ্কের অমৃত বৃষ্টি স্কিমে 4 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে সুদসহ 4 লক্ষ 36 হাজার 273 টাকা হাতে পাবেন তিনি। অর্থাৎ মূল অর্থের সাথে যুক্ত হচ্ছে 36 হাজার 273 টাকা সুদ। সে ক্ষেত্রে টাকার অঙ্ক বেশি হলে সুদের অর্থ বেশি হবে।
SBI জানিয়েছে, অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হলে নিকটবর্তী স্টেট ব্যাঙ্কের কোনও শাখা কিংবা ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। জানা যাচ্ছে, বাড়িতে বসেই SBI YONO অ্যাপের মাধ্যমে SBI Amrit Vrishti FD স্কিমে বিনিয়োগ করা যায়।
আর পড়ুনঃ মার্চ মাস জুড়ে শুভ যোগ! লটারি কেটে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা
বেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের Amrit Vrishti FD স্কিমে বিনিয়োগের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। সূত্র বলছে, ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি আগামী 31 মার্চ পর্যন্ত এই স্কিমে বিনিয়োগের সময় নির্ধারণ করে দিয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে গ্রাহকদের Amrit Vrishti FD স্কিমে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করতে হবে।
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
This website uses cookies.