৪জি ও ৫জি নিয়ে কী কী পদক্ষেপ নিচ্ছে BSNL? টেলিকম শিল্পে বাজিমাত করার লড়াই
দেশজুড়ে ৪জি পরিষেবা উন্নত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। টেলিকম শিল্পে টিকে থাকতে ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ৪জি সাইট স্থাপন করেছে কোম্পানি। লক্ষ্য, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ১ লক্ষ ৪জি সাইট স্থাপন করা। ৪জি-এর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন ৫জি নিয়ে কী ভাবছে কোম্পানি?। চলুন জেনে নেওয়া যাক।
২০২৫ সালেই পাওয়া যাবে BSNL এর ৪জি পরিষেবা
এদিন, X হ্যান্ডেলে বিএসএনএল জানিয়েছে, তারা সফল ভাবে একাধিক শহরে ৪জি টাওয়ার স্থাপন করেছে। এই বছরের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় বিএসএনএল। আরও উন্নত কানেকশন পাওয়া যাবে, তাদের নতুন টাওয়ারের মাধ্যমে।
৩জি পরিষেবা বন্ধ করা হয়েছে
টেলিকম কোম্পানিটি ৩জি নেটওয়ার্ক বন্ধ করার জন্য কাজ করছে। বিহার-সহ আরও বেশ কয়েকটি টেলিকম সার্কেলে আনুষ্ঠানিকভাবে সেই পরিষেবা বাতিল করা হয়েছে।
৫জি ভিশন
শুধু ৪জি আনলে হবে না, আনতে হবে ৫জি। ইতিমধ্যে জিও ও এয়ারটেল সেই পরিষেবা দিতে শুরু করেছে গ্রাহকদের। বিএসএনএলের দাবি, ৪জি সাইট স্থাপনের কাজ শেষ হলে, পুরো দমে শুরু হবে ৫জি টাওয়ার স্থাপনের কাজ। এর জন্য TCS এর সঙ্গে যৌথভাবে কাজ করছে কোম্পানি। সরকারের তরফ থেকে নানা ভাবে সহযোগিতা করা হচ্ছে।
৫জি-এর দৌড়ে জিও, এয়ারটেলের পাশাপাশি থাকতে পরিকাঠামোগত উন্নয়ন ভীষণ জরুরি বলে মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে নির্দিষ্ট তহবিল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। কেন্দ্রের দাবি, দেশীয় প্রযুক্তির উপর ভর করে ৫জি পরিষেবা দেবে বিএসএনএল।
IFTV পরিষেবা ও ভুয়ো টাওয়ার ইন্সটল নিয়ে সতর্কতা
ইতিমধ্যে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাত এবং রাজস্থানে চালু করা হয়েছে ইন্টারনেট ফাইবার টিভি পরিষেবা (IFTV)। যেখানে বিনামূল্যে সেট টপ বক্স ছাড়া ৫০০টি টিভি চ্যানেল উপভোগ করা যাবে। এছাড়াও, ভুয়ো টাওয়ার ইন্সটলেন ও আর্থিক প্রতারণা নিয়েও গ্রাহকদের সাবধান করেছে বিএসএনএল।
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
This website uses cookies.